ইজরাইলের বিমান হানা সিরিয়ার আকাশে

সিরিয়ায় দ্বিতীয় দফায় বিমান হানা করল ইজরাইল। রবিবার তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী দামাসকাস। রাতের আকাশে তখন আগুনের বিস্ফোরণ। যদিও এখনও দায় স্বীকার করেনি ইসরাইল। সিরিয়ায় হামলা চালানোর প্রস্তুতি চালাচ্ছে ইসরাইলী শক্তি, তার ইঙ্গিত মিলেছিল একদিন আগেই। লেবানানের জঙ্গি ঘাটির পরিকল্পনার কথা জানিয়েছিলেন এক ইসরাইলী আধিকারিক।

Updated By: May 5, 2013, 08:51 PM IST

সিরিয়ায় দ্বিতীয় দফায় বিমান হানা করল ইজরাইল। রবিবার তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী দামাসকাস। রাতের আকাশে তখন আগুনের বিস্ফোরণ। যদিও এখনও দায় স্বীকার করেনি ইসরাইল। সিরিয়ায় হামলা চালানোর প্রস্তুতি চালাচ্ছে ইসরাইলী শক্তি, তার ইঙ্গিত মিলেছিল একদিন আগেই। লেবানানের জঙ্গি ঘাটির পরিকল্পনার কথা জানিয়েছিলেন এক ইসরাইলী আধিকারিক।
রবিবারের আক্রমণের সঙ্গে মিল রয়েছে জানুয়ারির জামরায়া গবেষণাকেন্দ্রে বিমানহানার সঙ্গে। এমনটাই মনে করছে সে দেশের মিডিয়া। লেবানন থেকে ডামাসকাসের উত্তর সীমান্তে হামালা চালানো হয় সে বার।
সিরিয়ার রাষ্ট্রপতি প্রতিবাশি রাষ্ট্রগুলিকে ইসরাইলের হানার নিন্দা করার আর্জি জানিয়েছেন। ডামাস্কাস শহরের মানুষ দীর্ঘক্ষণে বিস্ফোরণের ভয়ে কাঁটা হয়ে ছিলেন এ দিন। রাতের আকাশে হঠাৎ বিস্ফোরণে আলোয় রাত দিন হয়ে যায়, এমনই মত অনেকের।

.