কুসংস্কার ছড়াচ্ছেন অমিতাভ, আদালতে অভিযোগ দায়ের সমাজকর্মীর

কুসংস্কারের পক্ষে প্রচার চালাচ্ছেন তিনি। অমিতাভ বচ্চনের বিরুদ্ধে এই অভিযোগ তুলে আদালতে মামলা করলেন পুনের এক সমাজকর্মী। হেমন্ত পাটিল নামে ওই সমাজকর্মী মহারাষ্ট্র নরবলি বিরোধী ও অন্যান্য অমানবিক, অশুভ, অঘোরি কার্যকলাপ ও কালাজাদু ধারা, ২০১৩ অনুসারে অমিতাভের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। আগামী ১৮ এপ্রিল মামলাটির শুনানির দিন ধার্য করেছেন মুম্বই ম্যাজিস্ট্রেট সীতা কুলকার্নি।

Updated By: Mar 28, 2014, 12:58 PM IST

কুসংস্কারের পক্ষে প্রচার চালাচ্ছেন তিনি। অমিতাভ বচ্চনের বিরুদ্ধে এই অভিযোগ তুলে আদালতে মামলা করলেন পুনের এক সমাজকর্মী। হেমন্ত পাটিল নামে ওই সমাজকর্মী মহারাষ্ট্র নরবলি বিরোধী ও অন্যান্য অমানবিক, অশুভ, অঘোরি কার্যকলাপ ও কালাজাদু ধারা, ২০১৩ অনুসারে অমিতাভের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। আগামী ১৮ এপ্রিল মামলাটির শুনানির দিন ধার্য করেছেন মুম্বই ম্যাজিস্ট্রেট সীতা কুলকার্নি।

সম্প্রতি একটি হেল্থ ড্রিঙ্কের বিজ্ঞাপনে ভূত সেজে নিজের ছবি ভূতনাথ রিটার্নসের প্রচার করেন অমিতাভ। নিজের অভিযোগের সপক্ষে পাটিল বলেছেন, "ওই বিজ্ঞাপন ভূত, আত্মার অস্তিত্ব ও তাদের তাড়াতে ম্যাজিকের মতো অমূলক বিষয়ের পক্ষে প্রচার চালাচ্ছে। এই ধরণের অন্ধবিশ্বাস ও কুসংস্কারের প্রচার সমাজের পক্ষে ক্ষতিকারক।"

পাটিল জানিয়েছেন বান্দ্রা পুলিসের কাছে অভিযোগ জানাতে গেলে তাঁরা অভিযোগ নিতে অস্বীকার করে তাঁকে আদালতে পাঠায়।

.