গীতিকা আত্মহত্যা মামলা: দিশা দেখাতে পারেন অঙ্কিতা?

গোপাল কান্ডার গোপন নথি ফাঁস করতে পারেন তাঁরই এক সহকর্মী। গীতিকা শর্মা আত্মহত্যা তদন্ত এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে রহস্যভেদ করতে পারেন গোপাল কান্ডার ঘনিষ্ট অঙ্কিতা সিং। সম্প্রতি তিনি সিঙ্গাপুর থেকে দিল্লি ফিরেছেন। পুলিস সূত্রে জান গিয়েছে, তদন্তে সাহায্য করবেন বলে সায় দিয়েছেন অঙ্কিতা।

Updated By: Aug 27, 2012, 04:55 PM IST

গোপাল কান্ডার গোপন নথি ফাঁস করতে পারেন তাঁরই এক সহকর্মী। গীতিকা শর্মা আত্মহত্যা তদন্ত এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে রহস্যভেদ করতে পারেন গোপাল কান্ডার ঘনিষ্ট অঙ্কিতা সিং। সম্প্রতি তিনি সিঙ্গাপুর থেকে দিল্লি ফিরেছেন। পুলিস সূত্রে জান গিয়েছে, তদন্তে সাহায্য করবেন বলে সায় দিয়েছেন অঙ্কিতা।
গোয়ার মিন্ট ক্যাসিনোর মালকিন তথা কান্ডার এমডিএলআর গ্রুপের অন্যতম সদস্যা অঙ্কিতা। পুলিস রেকর্ড বলছে, ২০০৯-এ গোয়া পুলিসের কাছে অঙ্কিতা নিজেকে কান্ডার স্ত্রী বলে দাবি জানিয়েছিলেন। সেইসঙ্গে তাঁদের একটি সন্তান রয়েছে বলেও জানিয়েছিলেন ওই মহিলা। গীতিকার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিস অঙ্কিতাকে জেরা করেছে। অভিযোগ, কান্ডার সঙ্গে যোগাযোগ বজায় রাখতে গীতিকার ওপর রীতিমত চাপ দিয়েছিলেন অঙ্কিতা।

দিল্লি পুলিস মনে করছে, অঙ্কিতাকে জিজ্ঞাসাবাদ করলে গীতিকা আত্মহত্যার রহস্য অনেকটাই খোলসা হবে। এমডিএলআর এর প্রাক্তন কর্মী গীতিকা শর্মা তাঁর সুইসাইট নোটে অঙ্কিতারও নাম উল্লেখ করেছেন। নোট থেকে জানা গিয়েছে, অঙ্কিতা নামের এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল কান্ডার এবং তাঁদের একটি সন্তান থাকার বিষয়টিও নোটে উল্লেখ করেছেন গীতিকা। গীতিকার পরিবারের তরফেও জানানো হয়েছে, কান্ডার বিমানসংস্থায় কাজে ফিরে যাওয়ার জন্য গীতিকাকে বার বার ফোন করতেন অঙ্কিতা।
এমডিএলআর বিমান সংস্থার প্রাক্তন কর্মী গীতিকা শর্মার ঝুলন্ত দেহ উদ্ধার হয় গত ৫ অগাস্ট। অভিযোগ ওঠে হরিয়ানার প্রাক্তন মন্ত্রী গোপাল কান্ডা ও তাঁর আর এক সহকর্মী অরুণা চাড্ডার চাপেই আত্মহত্যা করতে বাধ্য হন ওই প্রাক্তন বিমানসেবিকা। দীর্ঘ ১০ দিন ফেরার থাকার পর অবশেষে পুলিসের জালে ধরা দেন ঘটনার মুল অভিযুক্ত গোপাল কান্ডা। চাড্ডাও এখন অদালতের নির্দেশে জেল হেফাজতে রয়েছেন। এই ঘটনার তদন্তে এমডিএলআর-এর আর এক কর্মী নূপুর মেহেতাকেও জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিস।

.