ইজরায়েলি সংস্থা প্রাইমসেন্স কিনল অ্যাপল

ইজরায়েলের চিপ-ডেভেলপার সংস্থা প্রাইমসেন্স কিনল অ্যাপল। সোমবার অ্যাপলের মুখপাত্র এই খবর জানালেও ক্রয় মূল্য জানাতে আগ্রহ প্রকাশ করেননি। ইজরালি মিডিয়ার খবর অনুযায়ী ৩৫০ ডলারে প্রাইমসেন্স কিনেছে অ্যাপল।

Updated By: Nov 25, 2013, 08:43 PM IST

ইজরায়েলের চিপ-ডেভেলপার সংস্থা প্রাইমসেন্স কিনল অ্যাপল। সোমবার অ্যাপলের মুখপাত্র এই খবর জানালেও ক্রয় মূল্য জানাতে আগ্রহ প্রকাশ করেননি। ইজরালি মিডিয়ার খবর অনুযায়ী ৩৫০ ডলারে প্রাইমসেন্স কিনেছে অ্যাপল।
অ্যাপলের মুখাপাত্র ই-মেলে জানিয়েছেন, অ্যাপল সময় বিশেষে ছোট ছোট টেকনোলজিকাল সংস্থা কেনে। আমরা কখনই আমাদের উদ্দেশ্য ও পরিকল্পনা জানাই না। অন্যদিকে প্রাইমসেন্সের মুখাপত্রও বিশেষ মুখ খুলতে চাননি। ২০১২ সালে অ্যানোবিট কেনার পর দ্বিতীয় কোনও ইজরায়েলি সংস্থা কিনল অ্যাপল।
প্রাইমসেন্সের সেন্সিং টেকনোলজি দ্বারা যে কোনও ডিজিটাল যন্ত্র থেকে কোনও দৃশ্যের থ্রি ডায়মেনশনাল লুক পাওয়া যায়। মাইক্রোসফটের এক্সবক্স কাইনেক্টের জন্য এই প্রযুক্তি তৈরি করেছিল প্রাইমসেন্স। জুলাই মাসে প্রথম ইজরায়েলের সংবাদপত্র ক্যালকালিস্টে প্রাইমসেন্স কেনার ইচ্ছাপ্রকাশ করে অ্যাপল।

.