ভাঙড়ে ভাঙা পড়ল আরাবুলের গাড়ি

পঞ্চায়েত প্রধান কে হবেন, তা নিয়ে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল ভাঙড়ের কাঠালবেড়িয়া এলাকা। ভাঙচুর করা হল এলাকার দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলামের গাড়ি। কাঁঠালবেড়িয়া পঞ্চায়েত অফিসে ভাঙচুর, বোমাবাজিও করা হয়েছে। কয়েক রাউন্ড গুলিও চলেছে।

Updated By: Aug 18, 2013, 04:53 PM IST

পঞ্চায়েত প্রধান কে হবেন, তা নিয়ে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল ভাঙড়ের কাঠালবেড়িয়া এলাকা। ভাঙচুর করা হল এলাকার দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলামের গাড়ি। কাঁঠালবেড়িয়া পঞ্চায়েত অফিসে ভাঙচুর, বোমাবাজিও করা হয়েছে। কয়েক রাউন্ড গুলিও চলেছে।
বেঁওতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের পদে তৃণমূলের ২ দাবিদার মমতাজ মোল্লা ও হামিদা বিবির বিরোধকে কেন্দ্র করেই গণ্ডগোল। মমতাজ মোল্লা স্থানীয় তৃণমূল মোল্লা জুলফিকার মোল্লার স্ত্রী। অন্যদিকে হামিদা বিবি আরেক তৃণমূল নেতা নওয়াব মোল্লার স্ত্রী। পঞ্চায়েত প্রধান কে হবে তা স্থির করতে কাঠাঁলবেড়িয়ার পঞ্চায়েত কার্যালয়ে আজ তৃণমূলের দলীয় স্তরে ভোটাভুটি হয়। সেই ভোটে মমতাজ মোল্লা হেরে যাওয়ার পরেই পরিস্থিতির অবনতি হয়। জুলফিকার মোল্লার অনুগামীরা পঞ্চায়েত অফিসে হামলা চালায় বলে অভিযোগ। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।

.