ভাঙড় অশান্ত করার হুমকি আরাবুলের

অবশেষে গ্রেফতার হলেন ভাঙড়ের প্রক্তন বিধায়ক আরাবুল ইসলাম। গ্রেফতারের পরও রাশ কমেনি অভিযুক্ত তৃণমূল নেতার। এ দিন সাংবাদিকদের আরাবুল ইসলাম জানান, "রেজ্জাক মোল্লা, সাত্তার মোল্লারা গুলি চালাল আর আরাবুল ইসলাম গ্রেফতার হল!" সেইসঙ্গে তিনি আরও বলেন,"ভাঙড় শান্ত থাকবে কিনা তা দলীয় কর্মীরা বুঝে নেবেন।"

Updated By: Jan 17, 2013, 05:26 PM IST

অবশেষে গ্রেফতার হলেন ভাঙড়ের প্রক্তন বিধায়ক আরাবুল ইসলাম। গ্রেফতারের পরও রাশ কমেনি অভিযুক্ত তৃণমূল নেতার। এ দিন সাংবাদিকদের আরাবুল ইসলাম জানান, "রেজ্জাক মোল্লা, সাত্তার মোল্লারা গুলি চালাল আর আরাবুল ইসলাম গ্রেফতার হল!" সেইসঙ্গে তিনি আরও বলেন,"ভাঙড় শান্ত থাকবে কিনা তা দলীয় কর্মীরা বুঝে নেবেন।"
রেজ্জাক মোল্লার ওপর হামলার পরে বামনঘাটায় সিপিআইএম সমর্থকদের গাড়িতে আগুন, গুলি। দুটি ঘটনাতেই কাঠগড়ায় উঠেছিল আরাবুল ইসলামের নাম। তবে সে সময় আরাবুলের পাশেই দাঁড়িয়েছিল দল। দেখে নেব কী বলেছিলেন তৃণমূলের শীর্ষ নেতারা।
আরাবুলের পক্ষে সওয়াল কোষে ভাঙড়ের সভায় রাজ্যের পরিবহণমন্ত্রী মদন মিত্র বলেছিলেন,"আরাবুলের মতো তাজা নেতা। যুব সম্প্রদায়ের সামনে মশাল ধরে এমন একজন নেতা। সে মার খাবে, আর আমাদের ভাঙড়ের লোকেরা বসে রসগোল্লা খাবে?" ভাঙড়ে প্রবীণ বিধায়ক রেজ্জাক মোল্লা আক্রান্ত হওয়ার ঘটনাকে `জনরোষ` বলেই মন্তব্য করেছিলেন মদন মিত্র।
রাজ্যের আর এক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অভিযোগ তুলেছিলেন, "ভাঙড়ে আরাবুল ইসলামের ওপর অস্ত্র নিয়ে হামলা চালানো হয়।"

.