অসিদের কাছ হার দিয়ে আজলানে অভিযান শুরু ভারতের

ক্রিকেটে অস্ট্রেলিয়া এখন ০-২ পিছিয়ে, তবে হকিতে অসিদের কাছে হারতে হল ভারতকে। যে আজলানশাহ কাপ খেলা নিয়ে এত নাটক হল, সেই প্রতিযোগিতার প্রথম ম্যাচে ভারত হারল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

Updated By: Mar 9, 2013, 08:04 PM IST

ভারত (৩) অস্ট্রেলিয়া (৪)
ক্রিকেটে অস্ট্রেলিয়া এখন ০-২ পিছিয়ে, তবে হকিতে অসিদের কাছে হারতে হল ভারতকে। যে আজলানশাহ কাপ খেলা নিয়ে এত নাটক হল, সেই প্রতিযোগিতার প্রথম ম্যাচে ভারত হারল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
তবে ভারতের হার হল অনেক লড়াই করার পর। শনিবার মালয়েশিয়ার ইপোয় মাইকেল নবস-এর দল হারল ৩-৪ গোলে। ম্যাচে একটা সময় ০-৩ গোলে পিছিয়ে থেকেও নাটকীয় প্রত্যাবর্তন ঘটায় ভারতীয় দল। কিন্তু শেষরক্ষা হয়নি।
ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি কর্নার থেকে ম্যাট ঘোডেসের দেওয়া ১-০ গোলে এগিয়েছিল অসিরা। বিরতির পর হয় হাফডজন গোল। ৩৮ মিনিটে গোল দেন গ্লেন সিম্পসন। ৩৯ মিনিটে ফের ঘোডেস। ৩-০ গোলে এগিয়ে যায় অসিরা। ৪০ মিনিটে পালটা আক্রমণে পেনাল্টি কর্নার পায় মাইকেল নবসের ছেলেরা। গোল শোধ দেন রূপিন্দর পাল সিংহ।
৫২ মিনিটে ভারতের দ্বিতীয় গোল করেন মালাক সিংহ। ৫৩ মিনিটেই ট্রেন্ট মিলটন স্কোর করেন চতুর্থ গোল। অসিরা যখন ৪-২ গোলে এগিয়ে তখন রূপিন্দর পাল সিংহ ৬৮ মিনিটে ভারতের হয়ে তৃতীয় গোলটি দেন।

 ছ দলীয় এই প্রতিযোগিতায় ভারত, অস্ট্রেলিয়া ছাড়াও আছে আয়োজক দেশ মালয়েশিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, কোরিয়া। প্রতিযোগিতায় তাদের প্রথম ম্যাচে
নিউজিল্যান্ডকে ৪-৩ গোলে হারিয়েছে পাকিস্তান।
এই প্রতিযোগিতায় খেলা নিয়ে নজিরবিহীন সমস্যায় পড়েছিল ভারতীয় দল। বিমান ভাড়ার টিকিট জোগাড় হয়নি বলে অমশগ্রহণ নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। পরে অবশ্য কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের হস্তক্ষেপে সমস্যা মিটে যায়।

.