রানিগঞ্জে সার্কেল ইন্সপেক্টরের কাছে হাজিরা দিলেন বাবুল সুপ্রিয়

অস্ত্র আইনের মামলায় বৃহস্পতিবার রানিগঞ্জে সার্কেল ইন্সপেক্টরের কাছে হাজিরা দিলেন বাবুল সুপ্রিয়। প্রায় তিন ঘণ্টা ধরে চলে জেরা। তার আগে দিনভর পাণ্ডবেশ্বরের বিভিন্ন গ্রামে প্রচার চালান আসানসোলের বিজেপি প্রার্থী। বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়েছে পুলিস। এই অভিযোগে এবার পুলিসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিন্হা। অস্ত্র আইনে মামলা দেওয়া হয়েছিল আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে। বৃহস্পতিবার রানিগঞ্জের সার্কেল ইন্সপেক্টরের অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল বাবুল সুপ্রিয়র। সেইমত এদিন রাতে হাজিরা দেন আসানসোলের বিজেপি প্রার্থী।

Updated By: Apr 18, 2014, 10:54 AM IST

অস্ত্র আইনের মামলায় বৃহস্পতিবার রানিগঞ্জে সার্কেল ইন্সপেক্টরের কাছে হাজিরা দিলেন বাবুল সুপ্রিয়। প্রায় তিন ঘণ্টা ধরে চলে জেরা। তার আগে দিনভর পাণ্ডবেশ্বরের বিভিন্ন গ্রামে প্রচার চালান আসানসোলের বিজেপি প্রার্থী। বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়েছে পুলিস। এই অভিযোগে এবার পুলিসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিন্হা। অস্ত্র আইনে মামলা দেওয়া হয়েছিল আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে। বৃহস্পতিবার রানিগঞ্জের সার্কেল ইন্সপেক্টরের অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল বাবুল সুপ্রিয়র। সেইমত এদিন রাতে হাজিরা দেন আসানসোলের বিজেপি প্রার্থী।

প্রথমে মদ্যপ অবস্থায় প্রচার চালানো পরে অস্ত্র আইনে মামলা। দলীয় প্রার্থীর বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়ায় প্রশাসনকে একহাত নিয়েছে বিজেপি। বাবুল সুপ্রিয়ের বিরুদ্ধে মিথ্যে মামলা সাজানো হচ্ছে এই অভিযোগ তুলে প্রয়োজনে পুলিসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিন্হা।

যদিও বৃহস্পতিবার দিনভর পাণ্ডবেশ্বরের রামনগর মোড় থেকে কেন্দ্রা, শ্যামলাসহ একাধিক গ্রামে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার চালান আসানসোলের বিজেপি প্রার্থী।

.