বসিরহাটে ছিনতাই

বারাসতের পর বসিরহাট। ফের উত্তর চব্বিশ পরগনায়নিরস্ত্র মানুষকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটল। পরপর দুদিন অপরাধের দুটি ঘটনার পর প্রশ্ন উঠছে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। সোমবার মাঝরাস্তায় বাস থামিয়ে এক যাত্রীকে লুঠ করার ঘটনা ঘটেছে।

Updated By: Apr 9, 2012, 06:50 PM IST

বারাসতের পর বসিরহাট। ফের উত্তর চব্বিশ পরগনায়নিরস্ত্র মানুষকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটল।  পরপর দুদিন অপরাধের দুটি ঘটনার পর প্রশ্ন উঠছে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। সোমবার মাঝরাস্তায় বাস থামিয়ে এক যাত্রীকে লুঠ করার ঘটনা ঘটেছে।
বসিরহাটের পুরাতন বাজারের ব্যবসায়ী বিশ্বনাথ চট্টোপাধ্যায় স্বরূপনগরে পাওনা টাকা আদায় করতে গিয়েছিলেন। একটি ব্যাগে টাকা নিয়ে বাসে বসিরহাটে ফিরছিলেন তিনি। মাটিয়া-টাকি রোডে বাসটিকে দুই মোটরলাইকেল আরোহী। তারপর বাসে উঠে বিশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছ থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয় তারা। বাধা দিতে গেলে বিশ্বনাথ চট্টোপাধ্যায়কে পিস্তলের বাট দিয়ে আঘাত করে এক দুষ্কৃতী। বসিরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন বিশ্বনাথ চট্টোপাধ্যায়।

.