নীতিশ কুমার, ফারুক আবদুল্লার পথে হেঁটে বাজপেয়ীকে ভারতরত্ন দেওয়ার দাবি তুললেন কেন্দ্রীয়মন্ত্রী পাল্লাম রাজু

নীতিশ কুমার, ফারুক আবদুল্লার পথে হেঁটে এবার প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে ভারতরত্ন দেওয়ার দাবি জানালেন কেন্দ্রীয়মন্ত্রী পাল্লাম রাজু। পাল্লাম রাজুর বক্তব্যকে সমর্থন জানিয়েছেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী শশী থারুরও।

Updated By: Nov 18, 2013, 04:30 PM IST

নীতিশ কুমার, ফারুক আবদুল্লার পথে হেঁটে এবার প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে ভারতরত্ন দেওয়ার দাবি জানালেন কেন্দ্রীয়মন্ত্রী পাল্লাম রাজু। পাল্লাম রাজুর বক্তব্যকে সমর্থন জানিয়েছেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী শশী থারুরও।
সচিন তেন্ডুলকরকে ভারত রত্ন প্রদান নিয়ে রাজনৈতিক তরজা এখন জোরদার। জেডিইউ নেতারা সরাসরিই সচিনকে দেশের সর্বোচ্চ সম্মান প্রদানের বিরোধীতা করেছেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জানিয়েছেন সমাজসেবী রাম মোহন লোহিয়া ও অটল বিহারী বাজপেয়ীর বহু আগেই ভারতরত্ন পাওয়া উচিৎ ছিল।
ন্যাশনাল কনফারেন্স সুপ্রিমো ফারুক আবদুল্লাহর মতে তিনি বিজেপির সদস্য না হলেও একজন ভারতীয় হিসাবে অটল বিহারী বাজপেয়ীর অবদান ভোলার নয়। তাই তিনিও বাজপেয়ীকে ভারতরত্ন দেওয়ার পক্ষে সওয়াল করেছেন।
কেন্দ্রে ক্ষমতায় এলে অটল বিহারী বাজপেয়ীকে ভারতরত্ন দেবে দল। রবিবার একথা জানিয়েছেন বিজেপি মুখপাত্র রবিশঙ্কর প্রসাদ। বাজপেয়ীর ভারতরত্ন না পাওয়ার জন্য কংগ্রেসকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। একইসঙ্গে পরিবারতন্ত্রের অভিযোগ এনে কংগ্রেসকে বিঁধেছেন রবিশঙ্কর প্রসাদ। বিজেপিকে পাল্টা কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব শুক্লা।
সচিন তেন্ডুলকরকে ভারতরত্ন দেওয়ার ঘোষণার পরদিনই বিতর্ক খুচিয়ে তুলল বিজেপি। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে ভারতরত্নে সম্মানিত করার দাবি তুললেন বিজেপি মুখপাত্র রবিশঙ্কর প্রসাদ। এর পাশাপাশি পরিবারতন্ত্রের অভিযোগ তুলে কংগ্রেসকে খোঁচা দিয়েছেন বিজেপি মুখপাত্র।

বাজপেয়ী ভারতরত্ন না পাওয়ার জন্য কংগ্রেসকে দুষেছেন রবিশঙ্কর প্রসাদ। ২০১৪ সালে দল কেন্দ্রে ক্ষমতায় এলে বাজপেয়ী তাঁর যোগ্য সম্মান পাবেন। দাবি বিজেপি মুখপাত্রের।

এই মন্তব্যের তীব্র কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব শুক্লা। এপ্রসঙ্গে তাঁর মন্তব্য, সচিন তেন্ডুলকর, বিজ্ঞানী সিএনআর রাও কী গান্ধী পরিবারের? দুই দলের রত্ন তরজায় জোর বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে

.