জনসমুদ্রের মাঝে বেলুড় মঠে পালিত হচ্ছে সারদামণির জন্মতিথি

বেলুড়ের রামকৃষ্ণমঠে পালিত হচ্ছে, সারদামণির ১৬১তম জন্মতিথি। ভোর ৪.৪০ মঙ্গলারতি দিয়ে উত্সবের সূচনা হয়। সেখানে বেদপাঠ ও স্তবগান হয়। সকাল সাতটায় বিশেষ পুজো ও ভজন হয়েছে।

Updated By: Dec 24, 2013, 11:25 AM IST

বেলুড়ের রামকৃষ্ণমঠে পালিত হচ্ছে, সারদামণির ১৬১তম জন্মতিথি। ভোর ৪.৪০ মঙ্গলারতি দিয়ে উত্সবের সূচনা হয়। সেখানে বেদপাঠ ও স্তবগান হয়। সকাল সাতটায় বিশেষ পুজো ও ভজন হয়েছে।

সকাল আটটা থেকে নটা পর্যন্ত সভামণ্ডপে মাতৃসঙ্গীত গাওয়া হয়। নটা থেকে শ্রীমায়ের কথা পাঠ হয়েছে। এছাড়াও পদাবলী কীর্তন, লীলাগীতি, শ্যামাসঙ্গীত সহ দিনভর একাধিক কর্মসূচি রয়েছে। দুপুর বারোটায় হোম হবে। তখনই ঠাকুর রামকৃষ্ণের মন্দিরের পশ্চিম চত্বরে প্রসাদ বিতরণ। বিকেল তিনটে থেকে সারদামণির কথা ও বাণী নিয়ে বিশেষ ধর্মসভার আয়োজন করা হয়েছে।

রামকৃষ্ণ মঠ, বেলুড়। সকাল মঙ্গলারতি দিয়ে শুরু হয়। বেদপাঠ ও স্তবগান। ভজন ও বিশেষ পুজো, সকাল সাতটায়। দুপুর ১২টায় শুরু হল হোম। মাতৃসঙ্গীত সভামণ্ডপে, সকাল আটটা থেকে নটা। সকাল ৯টা থেকে ৯.৪০টা শ্রী মায়ের কথা পাঠ। ভজন ৯.৪৫ থেকে ১০.৩০টা। পদাবলী কীর্তন, সাড়ে এগারোটা থেকে বারোটা চল্লিশ। লীলাগীতি সাড়ে বারোটা থেকে দুটো। শ্যামাসঙ্গীত, দুটো দশ থেকে দুটো পঞ্চাশ। বিকেল তিনটেয় ধর্মসভা, শ্রীমায়ের জীবনী ও বাণী। বেলা ১২টায় শ্রীশ্রী ঠাকুরের মন্দিরের পশ্চিম চত্বরে প্রসাদ বিতরণ।

.