অবতরণের সময় বোয়িং বিমানে দুর্ঘটনা রাশিয়ায়, হত ৫০ যাত্রী

অবতরণের সময় দুর্ঘটনায় ভেঙে পড়ল বোয়িং ৭৩৭-৫০০ বিমান। রবিবার রাশিয়ার কাজানে এই বিমান দুর্ঘনায় প্রাণ হারান বিমানের ৪৪ জন যাত্রী ও চালক সহ ৬ বিমান কর্মী।

Updated By: Nov 18, 2013, 10:16 AM IST

অবতরণের সময় দুর্ঘটনায় ভেঙে পড়ল বোয়িং ৭৩৭-৫০০ বিমান। রবিবার রাশিয়ার কাজানে এই বিমান দুর্ঘনায় প্রাণ হারান বিমানের ৪৪ জন যাত্রী ও চালক সহ ৬ বিমান কর্মী।
রবিবার রাশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা ৬.২৫ নাগাদ মস্কোর দোমোডেডোভো বিমাবন্দর থেকে ছাড়ে এই বিমানটি। কিন্তু ঠিক এক ঘণ্টা বাদেই দুর্ঘটনার শিকার হয় বিমানটি। বিমানটি ২৩ বছরের পুরনো বলে জানা গিয়েছে।
এক প্রত্যক্ষদর্শী জানান, বিমানটি নামার সময় হঠাত্‍ই দ্রুত নেমে আসতে থাকে। কিছুক্ষণ পরেই বিমানটি মাটি ছুঁতেই বিস্ফোরণের শব্দ শোনা যায়, তারপর ধোঁয়ায় ঘিরে যায় গোটা চত্ত্বর। সেই সময় আকাশ মেঘাচ্ছন্ন ছিল, তাপমাত্রা ছিল শূন্য ডিগ্রির নীচে।
দেশের মধ্যে বিশ্বে সবচেয়ে রুটে বিমান চলে রাশিয়াতেই। কিন্তু বিমানে যাত্রীসুরক্ষা নিয়ে বারবারই প্রশ্ন উঠেছে রাশিয়ায়।
প্রসঙ্গত, ২০১২ সালের এপ্রিলে রাশিয়ার যাত্রীবাহী বিমানে দুর্ঘটনায় কমপক্ষে ৩১ জন নিহত হন।

.