বর্ধিত ভাড়া নিয়ে বিভ্রান্তিতে জেরবার সবাই

আজ থেকেই কার্যকর হয়েছে বাস, মিনিবাস এবং ট্যাক্সির বর্ধিত ভাড়া।  এই বিষয়ে গতকাল বিজ্ঞপ্তি জারি করা হলেও এখনও বাস-মিনিবাস বা ট্যাক্সি মালিকদের কাছে পৌঁছয়নি নতুন ভাড়ার চার্ট। ফলে কীভাবে বর্ধিত ভাড়া আদায় করা হবে, তা নিয়ে বাস কন্ডাক্টর ও ট্যাক্সিচালকদের মধ্যে  তৈরি হয়েছে বিভ্রান্তি। ভাড়া নিয়ে বাক বিতণ্ডায় হেনস্থার শিকার হচ্ছেন নিত্যযাত্রীরাও।

Updated By: Nov 1, 2012, 03:11 PM IST

আজ থেকেই কার্যকর হয়েছে বাস, মিনিবাস এবং ট্যাক্সির বর্ধিত ভাড়া।  এই বিষয়ে গতকাল বিজ্ঞপ্তি জারি করা হলেও এখনও বাস-মিনিবাস বা ট্যাক্সি মালিকদের কাছে পৌঁছয়নি নতুন ভাড়ার চার্ট। ফলে কীভাবে বর্ধিত ভাড়া আদায় করা হবে, তা নিয়ে বাস কন্ডাক্টর ও ট্যাক্সিচালকদের মধ্যে  তৈরি হয়েছে বিভ্রান্তি। ভাড়া নিয়ে বাক বিতণ্ডায় হেনস্থার শিকার হচ্ছেন নিত্যযাত্রীরাও।
বুধবারই বাস-মিনিবাস এবং ট্যাক্সিতে ভাড়া বৃদ্ধির কথা ঘোষণা করে রাজ্য সরকার। বিজ্ঞপ্তি জারি করে বৃহস্পতিবার থেকে বর্ধিত ভাড়া কার্যকরের সিদ্ধান্তও  জানিয়ে দেওয়া হয় পরিবহণ দফতরের তরফে। কিন্তু ডিজেলের মূল্যবৃদ্ধির অনুপাতে ভাড়া না বাড়ায় বাস-মিনিবাস এবং ট্যাক্সি মালিকদের মধ্যে অসন্তোষ ছিলই। নতুন বিপত্তি, বর্ধিত ভাড়ার রেট চার্ট না পাওয়া।  নতুন চার্ট না থাকায় ভাড়া আদায়ের ক্ষেত্রে বিভ্রান্তি ছড়িয়েছে।
  
রেটচার্ট না থাকায় বৃহস্পতিবার থেকে বর্ধিত ভাড়া চালু না করার সিদ্ধান্ত নিয়েছেন বাসমালিকদের একাংশ। চার্ট নেই, ফলে ভাড়া দিতে গিয়ে নাকাল হতে হচ্ছে নিত্যযাত্রীদেরও।   
 
সমস্যায় ট্যাক্সি চালকরাও। তবে বাস কন্ডাক্টরদের থেকে তাঁদের সমস্যা আরও জটিল। চার্ট নেই, অথচ নতুন ভাড়ার হিসাব বোঝাতে গিয়েই তাঁদের কালঘাম ছোটার অবস্থা। হেনস্থার শিকার হচ্ছেন ট্যাক্সির সওয়ারিরাও। কারণ, চালকদের কথার ওপর ভিত্তি করে ভাড়া দেওয়া ছাড়া এই মুহূর্তে ট্যাক্সিযাত্রীদের সামনে কোনও বিকল্প নেই। 
 

.