অপরাধ দমনের নামে নিরীহ বাসকর্মীদের ওপর বাড়ছে পুলিসি হয়রানি

পুলিসি হয়রানি প্রতিবাদে ধর্মঘটে সামিল সল্টলেক থেকে টালিগঞ্জগামী ৪৭/১ বেসরকারি রুটের বাসকর্মীরা। অভিযোগ, প্রায় প্রতিরাতেই বিনা অপরাধে বাসের ভিতরে থাকা চালক কিম্বা খালাসিদের আটক করে নিয়ে যাচ্ছে বিধাননগর দক্ষিণ থানার পুলিস।

Updated By: Sep 28, 2012, 05:40 PM IST

পুলিসি হয়রানি প্রতিবাদে ধর্মঘটে সামিল সল্টলেক থেকে টালিগঞ্জগামী ৪৭/১ বেসরকারি রুটের বাসকর্মীরা। অভিযোগ, প্রায় প্রতিরাতেই বিনা অপরাধে বাসের ভিতরে থাকা চালক কিম্বা খালাসিদের আটক করে নিয়ে যাচ্ছে বিধাননগর দক্ষিণ থানার পুলিস। এরপর টাকা নিয়ে পরদিন সকালে ছেড়ে দেওয়া হচ্ছে তাঁদের। এই পুলিসি হয়রানির প্রতিবাদে গত তিনদিন ধরে ধর্মঘটে সামিল হয়েছেন ওই রুটের কর্মীরা।
সল্টলেকে একের পর বেড়েই চলেছে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা। তা সামলাতে রীতিমত হিমশিম বিধাননগর পুলিসকমিশনারেট। এবার বিধাননগর দক্ষিণ থানার পুলিসের বিরুদ্ধে উঠেছে হয়রানির অভিযোগ। সল্টলেকের ১২ নম্বর ট্যাঙ্কের পাশেই রয়েছে সল্টলেক-টালিগঞ্জগামী ৪৭/১ বেসরকারি রুটের বাস টার্মিনাস। ওই রুটের কর্মীদের অভিযোগ, গত কয়েকদিন ধরেই পুলিসি হয়রানির মুখে পড়তে হচ্ছে তাঁদের। ফলত আতঙ্কে রয়েছেন কর্মীরা।
  
যদিও, এ বিষয়ে মুখ খুলতে চাননি পুলিসকর্তারা। যার জেরে, ঘটনার প্রতিবাদে তিনদিন ধরে ধর্মঘটে সামিল হয়েছেন ওই রুটের বাসকর্মীরা।
 

.