মহিলার উপর নজরদারি কাণ্ডে বিপাকে বিজেপি, তদন্তে কমিশন গঠনের সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার

মহিলার ওপর নজরদারি কাণ্ডে আরও বিপাকে বিজেপি। ঘটনার তদন্ত করতে এবার কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। অভিযোগ গুজরাটের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে কর্নাটকের এক মহিলার ওপর গোপনে লাগাতার নজরদারি চালিয়ে গিয়েছে গুজরাট পুলিস। এমনকি ওই মহিলার টেলিফোনও ট্যাপ করা হয়েছে বলে অভিযোগ।

Updated By: Dec 26, 2013, 04:23 PM IST

মহিলার ওপর নজরদারি কাণ্ডে আরও বিপাকে বিজেপি। ঘটনার তদন্ত করতে এবার কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। অভিযোগ গুজরাটের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে কর্নাটকের এক মহিলার ওপর গোপনে লাগাতার নজরদারি চালিয়ে গিয়েছে গুজরাট পুলিস। এমনকি ওই মহিলার টেলিফোনও ট্যাপ করা হয়েছে বলে অভিযোগ।

একটি নিউজ পোর্টালে এই খবর সামনে আসার পর রীতিমতো অস্বস্তিতে পড়ে যায় বিজেপি। কারণ, নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত অমিত শাহ। জানা গিয়েছে, কোনও এক সাহেবের অঙ্গুলিহেলনেই গুজরাট পুলিসকে নজরদারির নির্দেশ দিয়েছিলেন অমিত শাহ। কংগ্রেসের অভিযোগ, আদতে নরেন্দ্র মোদীর নির্দেশেই হয়েছে এই নজরদারি। লোকসভা ভোটের মুখে মোদীকে কোণঠাসা করতে সম্ভবত সেই কারণেই তড়িঘড়ি তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত নিল ক্যাবিনেটর। বিজেপি অবশ্য বলেছে, আদালতেই তদন্তের মোকাবিলা করবে তারা।

.