মালদা মেডিক্যাল কলেজে শিশুমৃত্যুর মিছিল, ৩০ ঘণ্টায় মারা গেল ১৩টি সদ্যজাত

মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ফের শিশু মৃত্যুর মিছিল। ৩০ ঘণ্টায় মারা গেল ১৩জন সদ্যোজাত। ১৩টির মধ্যে আটটি শিশুর জন্ম হয়েছিল মালদা মেডিক্যাল কলেজেই। হাসপাতালের আধুনিক চিকিৎসা পরিকাঠামোর মধ্যে জন্মেও কেন ওই শিশুদের মৃত্যু হল তা নিয়ে প্রশ্ন তুলছেন পরিজনরা।

Updated By: Jan 1, 2014, 09:41 PM IST

মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ফের শিশু মৃত্যুর মিছিল। ৩০ ঘণ্টায় মারা গেল ১৩জন সদ্যোজাত। ১৩টির মধ্যে আটটি শিশুর জন্ম হয়েছিল মালদা মেডিক্যাল কলেজেই। হাসপাতালের আধুনিক চিকিৎসা পরিকাঠামোর মধ্যে জন্মেও কেন ওই শিশুদের মৃত্যু হল তা নিয়ে প্রশ্ন তুলছেন পরিজনরা।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রতিটি শিশুই শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিল। কর্তৃপক্ষের দাবি, শিশুগুলি দুর্বল ছিল তাদের ওজনও কম ছিল। কর্তৃপক্ষ এই দাবি করলেও হাসপাতালের চিকিত্সার মান নিয়ে প্রশ্ন উঠেছে। কেন না মৃতদের মধ্যে আটটি শিশুই মালদা মেডিক্যাল কলেজে জন্মেছে। হাসপাতালের আধুনিক পরিকাঠামোর মধ্যে থেকেও ওই শিশুদের মৃত্যু হওয়ায় চিকিত্সার মান নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা।

এর আগেও শিশু মৃত্যুর অভিযোগে জেরবার হয়েছে মালদা হাসপাতাল। কিন্তু হাসপাতালের পরিস্থিতি এতটুকু বদলায়নি।

.