চিনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিতে নতুন মুখের ভিড়

শেষ হল চিনের কমিউনিস্ট পার্টির ১৮ তম জাতীয় কংগ্রেসের অধিবেশন। প্রত্যাশামতই জি জিনপিং, লি কিকিয়াং সহ নতুন ও নবীন মুখ দেখা গেল চিনের কমিউনিস্ট পার্টির নতুন কেন্দ্রীয় কমিটিতে। আজ ১৮ তম জাতীয় কংগ্রেসের অধিবেশনের শেষ দিনে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।

Updated By: Nov 14, 2012, 10:07 PM IST

শেষ হল চিনের কমিউনিস্ট পার্টির ১৮ তম জাতীয় কংগ্রেসের অধিবেশন। প্রত্যাশামতই জি জিনপিং, লি কিকিয়াং সহ নতুন ও নবীন মুখ দেখা গেল চিনের কমিউনিস্ট পার্টির নতুন কেন্দ্রীয় কমিটিতে। আজ ১৮ তম জাতীয় কংগ্রেসের অধিবেশনের শেষ দিনে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
সংবাদসংস্থা জিনহুয়া জানিয়েছে, চিনের কমিউনিস্ট পার্টির এই অধিবেশনে দলের সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দেবেন সেদেশের প্রেসিডেন্ট হু জিন তাও। দশ বছর এই পদে ছিলেন তিনি। তাঁর জায়গায় দায়িত্ব নেবেন ভাইস প্রেসিডেন্ট জি জিনপিং। চলতি অধিবেশনেই প্রধানমন্ত্রী ওয়েন জিয়া বাওয়ের উত্তরসুরী হিসেবে লি কিকিয়াংয়ের নাম ঘোষণা করবেন কমিউনিস্ট পার্টির সদস্যরা। সেইসঙ্গে ঘোষণা করা হবে পঁচিশ সদস্যের নতুন পলিটব্যুরো। এছাড়া সাত কিংবা নয় সদস্যের একটি পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটিও বেছে নেবেন সিপিসি-র সদস্যরা।  
দেশের পরবর্তী নেতৃত্বকে বেছে নেওয়ার লক্ষ্যে, নতুন কেন্দ্রীয় কমিটি নির্বাচনের কাজ শুরু করল চিনের কমিউনিস্ট পার্টি। তারজন্য বেজিংয়ের ঐতিহাসিক গ্রেট হলে চলছে ১৮ তম জাতীয় কংগ্রেসের আঠারোতম অধিবেশন। সেখানে প্রেসিডেন্ট হু জিন তাও, ভাইস প্রেসিডেন্ট জি জিনপিং সহ উপস্থিত দু`হাজার তিনশো সাতজন প্রতিনিধি এবং কয়েকজন বিশেষ আমন্ত্রিত অতিথি। তাঁরাই দলের নতুন কেন্দ্রীয় কমিটি তৈরি করবেন। কমিটির সদস্যরা দলীয় সদস্যদের শৃঙ্খলাভঙ্গ এবং দুর্নীতি বিষয়ক অভিযোগগুলি খতিয়ে দেখবেন।

.