অবশেষে ডেঙ্গি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী

ডেঙ্গি ভয়াবহ আকার নেওয়ার দুসপ্তাহ পর মুখ খুললেন মুখ্যমন্ত্রী। চব্বিশ জনের মৃত্যুর পর মুখ্যমন্ত্রী জানালেন, ডেঙ্গি নির্ধারনে উন্নত ব্যবস্থা আরও কয়েকদিন পর আনবে সরকার। ডেঙ্গি নিয়ে অযথা আতঙ্ক ছড়ানো হচ্ছে বলে অভিযোগও করেন মুখ্যমন্ত্রী।

Updated By: Sep 4, 2012, 04:12 PM IST

ডেঙ্গি ভয়াবহ আকার নেওয়ার দুসপ্তাহ পর মুখ খুললেন মুখ্যমন্ত্রী। চব্বিশ জনের মৃত্যুর পর মুখ্যমন্ত্রী জানালেন, ডেঙ্গি নির্ধারনে উন্নত ব্যবস্থা আরও কয়েকদিন পর আনবে সরকার। ডেঙ্গি নিয়ে অযথা আতঙ্ক ছড়ানো হচ্ছে বলে অভিযোগও করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি ডেঙ্গিতে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা তিন। আক্রান্ত ৬৩৮ জন। বেসরকারি মতে অবশ্য গোটা রাজ্যে ডেঙ্গি আক্রমণে মৃতের সংখ্যা ২৪। কেবলমাত্র কলকাতাতেই মৃতের সংখ্যা ১৭। এ বিষয়ে মুখ্যমন্ত্রী অবশ্য অভিযোগ করেন অন্য রোগে মৃত্যু হলেও বহুক্ষেত্রে ডেঙ্গিতে মৃত্যু বলে চালিয়ে দেওয়া হচ্ছে।
তবে জ্বর হলেই রক্ত পরীক্ষা করার আবেদন করেন তিনি। বেসরকারি হাসপাতালের প্রতি তাঁর আবেদন যেন স্বল্প খরচে ডেঙ্গি চিকিৎসা করে তারা।
অন্যদিকে, পুরসভার তরফে জানানো হয় ডেঙ্গি নিয়ে শ্বেত পত্র প্রকাশ করবে না তারা। মহাকরণে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পরেই একথা জানিয়ে দিলেন মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ।
শুরু থেকেই সরকার আর পুরসভা, ডেঙ্গির প্রকোপকে ধামাচাপা দেওয়ায় ব্যস্ত ছিল। রবিবার মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ কৌতুকের সুরে বলেন সেনাবাহিনী দিয়েও ডেঙ্গি নিয়ন্ত্রণ সম্ভব নয়। তারপর একধাপ এগিয়ে এক মন্ত্রী বলেন, ডেঙ্গি রোধে সরকারের করণীয় কিছুই নেই। তিনি বলেন, "ডেঙ্গির প্রকোপের ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই। প্রাকৃতিকভাবেই দু-এক বছর পর পর ডেঙ্গির ছড়ায়।"
সামগ্রিকভাবে ডেঙ্গি উদ্বেগজনক মাত্রায় পৌঁছে যাবার পর অবশেষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। তা সত্ত্বেও প্রশ্ন থেকে যাচ্ছে, পরিস্থিতি মোকাবিলায় সরকার কি আদৌও প্রস্তুত? 

.