গ্রুপ সি-এর প্রথম ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি গ্রিস

শনিবার গ্রুপ সি-য়ের ম্যাচে মুখোমুখি কলম্বিয়া-গ্রিস। ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপের মঞ্চে কলম্বিয়া। বিশ্বকাপে এর আগে মাত্র একবার মুখোমুখি হয়েছে কলম্বিয়া ও গ্রিস। দু গোলে সেই ম্যাচ জেতে কলম্বিয়া। শনিবার গ্রিসদের সামনে তাই বদলার লড়াই।শনিবার গ্রুপ সির প্রথম ম্যাচে মুখোমুখি কলম্বিয়া ও গ্রিস। বেলো হরিজনটের এসটাডিও মিনেরাওতে তিন পয়েন্টের লক্ষ্যে নামছে দুই দেশ।

Updated By: Jun 14, 2014, 02:50 PM IST

শনিবার গ্রুপ সি-য়ের ম্যাচে মুখোমুখি কলম্বিয়া-গ্রিস। ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপের মঞ্চে কলম্বিয়া। বিশ্বকাপে এর আগে মাত্র একবার মুখোমুখি হয়েছে কলম্বিয়া ও গ্রিস। দু গোলে সেই ম্যাচ জেতে কলম্বিয়া। শনিবার গ্রিসদের সামনে তাই বদলার লড়াই।শনিবার গ্রুপ সির প্রথম ম্যাচে মুখোমুখি কলম্বিয়া ও গ্রিস। বেলো হরিজনটের এসটাডিও মিনেরাওতে তিন পয়েন্টের লক্ষ্যে নামছে দুই দেশ।

গ্রুপ সিতে কলম্বিয়া ও গ্রিস ছাড়াও রয়েছে জাপান ও আইভরি কোস্ট। তাই চারটি দলেরই নক আউট পর্বে যাওয়ার সুযোগ রয়েছে। ৯৮-এর পর প্রথমবার বিশ্বকাপের মঞ্চে কলম্বিয়া। লাতিন আমেরিকার গ্রুপে আর্জেন্টিনার পিছনে থেকে বিশ্বকাপের টিকিট পাকা করেছে হোসে পেকারম্যানের দল। তবে দলের সেরা স্ট্রাইকার ও তারকা রাদামেল ফালকাও চোটের কারণে ছিটকে গেলেও নজর কাড়তে মরিয়া কলম্বিয়া। তিন-চার-তিন ছকে দল সাজাতে পছন্দ করেন পেকারম্যান। ফালকাওকে না পাওয়ার ধাক্কা কাটিয়ে কতটা ঘুরে দাঁড়াতে পারবে কলম্বিয়া সেটাই বড় প্রশ্ন। অন্যদিকে গ্রিস শিবিরে চোট-আঘাতের কোনও সমস্যা নেই। কোয়ালিফাইং রাউন্ডে একমাত্র বসনিয়া শেষ করেছিল গ্রিসের ওপরে। ২০০৪ ইউরো চ্যাম্পিয়ন অবশ্য শেষ দুটো বিশ্বকাপে নক আউট রাউন্ডে ব্যর্থ। ফার্নান্ডো স্যান্টোসের দলের রক্ষণ যতটা জমাট ফরওয়ার্ডের শক্তি ততটা নয়।

বিশ্বকাপে এর আগে মাত্র একবার মুখোমুখি হয়েছে কলম্বিয়া ও গ্রিস। দু গোলে সেই ম্যাচ জেতে কলম্বিয়া। শনিবার গ্রিসদের সামনে তাই বদলার লড়াই।

.