এখনও অনিশ্চিত মোদী কোন আসন থেকে লড়বেন

নরেন্দ্র মোদীর জন্য বারাণসী ছাড়তে নারাজ মুরলী মনোহর যোশী। দাগীদের দলে ফেরানো, ভোটের টিকিট দেওয়ার বিরুদ্ধে সরব সুষমা স্বরাজ। লোকসভা নির্বাচনের আগে দলের শীর্ষ নেতা নেত্রীদের অন্তর্কলহ প্রকাশ্যে আসায় অস্বস্তিতে বিজেপি। উদ্বেগ গোপন করছে না সঙ্ঘ পরিবারও।

Updated By: Mar 9, 2014, 06:33 PM IST

নরেন্দ্র মোদীর জন্য বারাণসী ছাড়তে নারাজ মুরলী মনোহর যোশী। দাগীদের দলে ফেরানো, ভোটের টিকিট দেওয়ার বিরুদ্ধে সরব সুষমা স্বরাজ। লোকসভা নির্বাচনের আগে দলের শীর্ষ নেতা নেত্রীদের অন্তর্কলহ প্রকাশ্যে আসায় অস্বস্তিতে বিজেপি। উদ্বেগ গোপন করছে না সঙ্ঘ পরিবারও।

সঙ্ঘের হস্তক্ষেপে সাময়িক বিরতির পর ফের বিজেপিতে মোদী বিরোধিতার সুর। দলের নেতাকর্মীদের একাংশ চাইছেন, বারাণসী আসন থেকে লোকসভা ভোটে লড়ুন নরেন্দ্র মোদী। এখানেই আপত্তি ওই কেন্দ্রের বিদায়ী বিজেপি সাংসদ মুরলী মনোহর যোশীর। শনিবার, দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠকে মোদীর উপস্থিতিতেই এ নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি। এমনকি মাঝপথেই বৈঠক ছেড়ে বেরিয়ে যান মুরলী মনোহর যোশী।

বৃহস্পতিবার, বিজেপি সংসদীয় বোর্ডের বৈঠক। তার আগে মোদী-যোশী বিরোধের নিষ্পত্তি করতে দলের নেতাদের বার্তা দিচ্ছে আরএসএস। শুধু মুরলী মনোহর যোশী নন। মোদী-জেটলি-রাজনাথ অক্ষের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন সুষমা স্বরাজও। দিন কয়েক আগে তার টুইট বার্তায় বিতর্ক ছড়ায়।

খনি দুর্নীতিতে নাম জড়ানো কর্ণাটকের রেড্ডি ভাইদের বিজেপিতে ফেরানোর বিরোধিতা করেন তিনি। জেসিকা লাল হত্যা মামলার আসামী মনু শর্মার বাবা বিনোদ শর্মাকে, হরিয়ানা জনহিত কংগ্রেসের মাধ্যমে এনডিএতে সামিল করার বিরুদ্ধেও সরব হন সুষমা।

লালকৃষ্ণ আডবাণীর মতো তাঁরও ইয়েদুরাপ্পাকে নিয়ে আপত্তি থাকলেও কর্ণাটকের শিমোগা আসনে লিঙ্গায়েত নেতাকে টিকিট দিয়েছে বিজেপি। তবে, সুষমা স্বরাজের আপত্তিতে কর্ণাটকের কয়েকটি লোকসভা আসন নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। সূত্রের খবর, অন্য দলের সঙ্গে জোট করার প্রশ্নে সংসদীয় বোর্ডকে এড়িয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে বৃহস্পতিবারের বৈঠকে সরব হন সুষমা স্বরাজ।

রাজনৈতিক মহলের মতে, বিজেপির যাবতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখন নরেন্দ্র মোদীর সিলমোহর ছাড়া হচ্ছে না। মোদীর পাশে রয়েছেন রাজনাথ সিং-অরুণ জেটলিরা। আর এতেই চটেছেন সুষমা স্বরাজ, মুরলী মনোহর যোশী। আর তাঁদের মাথায় প্রশ্রয়ের হাত রয়েছে খোদ লালকৃষ্ণ আডবাণীর।

.