সিপিআইএমের বিরুদ্ধে থানায় অভিযোগ, ফাঁসানো হচ্ছে বললেন নেতারা

মিথ্যে অভিযোগ এনে তৃণমূল কংগ্রেস সিপিআইএম নেতা, কর্মীদের ফাঁসানোর চেষ্টা করছে। অভিযোগে সরব হয়েছেন হুগলির গোঘাটের সিপিআএম নেতৃত্ব। তৃণমূলের কার্যালয়ে সিপিআইএমের পতাকা লাগানোকে ঘিরেই বিবাদের সূত্রপাত। প্রত্যক্ষদর্শীদের দাবি তৃণমূল কর্মীরাই তাদের কার্যালয়ে সিপিআইএমের পতাকা লাগিয়ে দিয়ে মিথ্যে অভিযোগ তুলছে সিপিআইএমের বিরুদ্ধে।

Updated By: Mar 30, 2013, 09:30 AM IST

মিথ্যে অভিযোগ এনে তৃণমূল কংগ্রেস সিপিআইএম নেতা, কর্মীদের ফাঁসানোর চেষ্টা করছে। অভিযোগে সরব হয়েছেন হুগলির গোঘাটের সিপিআএম নেতৃত্ব। তৃণমূলের কার্যালয়ে সিপিআইএমের পতাকা লাগানোকে ঘিরেই বিবাদের সূত্রপাত। প্রত্যক্ষদর্শীদের দাবি তৃণমূল কর্মীরাই তাদের কার্যালয়ে সিপিআইএমের পতাকা লাগিয়ে দিয়ে মিথ্যে অভিযোগ তুলছে সিপিআইএমের বিরুদ্ধে।
পঞ্চায়েত নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও রাজনৈতিক সংঘর্ষের ঘটনা অব্যাহত। হুগলির শান্তিগ্রাম গোঘাটের বেলেপাড়ার স্থানীয় সিপিআইএম নেতৃত্বের অভিযোগ এলাকায় ক্ষমতা দখলের জন্য হিংসা ছড়াতে চাইছে তৃণমূল কংগ্রেস।  সিপিআইএমের বিরুদ্ধে তৃণমূলের কার্যালয়ে জোর করে পতাকা লাগানোর অভিযোগ তুলেছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের অভিযোগ সাজানো বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরাই।
সিপিআইএমের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছে তৃণমূল। দলের কর্মীদের  তৃণমূল নেতৃত্বের হুমকির মুখেও পড়তে হচ্ছে বলে অভিযোগ জানিয়েছে স্থানীয় সিপিআইএম নেতৃত্ব। শাসকদল পুলিসকে সঙ্গে নিয়েই গ্রামে অশান্তি তৈরির চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ জানিয়েছে সিপিআইএম নেতৃত্ব। 

.