ফেসবুকে ফাঁস দঙ্গল

ছবি মুক্তির ৭২ ঘণ্টার মধ্যেই ফেসবুকে ফাঁস হল আমিরের দঙ্গল। ১ ঘণ্টার ভিডিও ফুটেজ ফেসবুকে আপলোড হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৪ লাখ ফেসবুক ব্যবহারকারি ওই ভিডিও ফুটেজ দেখেছেন। ৫০ হাজারেরও ওপর সংখ্যায় এই পোস্ট শেয়ার হয়েছে। ঘটনার কথা জানতে পেরেই তদন্ত শুরু হয়। প্রাথমিক তদন্তে অনুমান, পাকিস্তানের কেউই এই কাজ করেছেন। তবে এখন ফেসবুক থেকে দঙ্গলের ফুটেজ সরিয়ে নেওয়া হয়েছে। আরও পড়ুন- তিনদিনেই কুস্তিতে সেঞ্চুরি হাঁকানোর পথে আমিরি 'দঙ্গল'

Updated By: Dec 25, 2016, 03:43 PM IST
ফেসবুকে ফাঁস দঙ্গল

ওয়েব ডেস্ক: ছবি মুক্তির ৭২ ঘণ্টার মধ্যেই ফেসবুকে ফাঁস হল আমিরের দঙ্গল। ১ ঘণ্টার ভিডিও ফুটেজ ফেসবুকে আপলোড হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৪ লাখ ফেসবুক ব্যবহারকারি ওই ভিডিও ফুটেজ দেখেছেন। ৫০ হাজারেরও ওপর সংখ্যায় এই পোস্ট শেয়ার হয়েছে। ঘটনার কথা জানতে পেরেই তদন্ত শুরু হয়। প্রাথমিক তদন্তে অনুমান, পাকিস্তানের কেউই এই কাজ করেছেন। তবে এখন ফেসবুক থেকে দঙ্গলের ফুটেজ সরিয়ে নেওয়া হয়েছে। আরও পড়ুন- তিনদিনেই কুস্তিতে সেঞ্চুরি হাঁকানোর পথে আমিরি 'দঙ্গল'

 

 

২৩ ডিসেম্বর দঙ্গল মুক্তি পায় ভারতে। পাকিস্তানে আমিরের দঙ্গল রিলিজ হয়নি। পড়ুন আরও- আমিরি সাম্রাজ্যে নারীদের রাজ্যপাট, স্বাধীনতার উড়ান

 

 

 

 

 

 

.