ফিলিপিন্সে বোফার কবলে মৃতের সংখ্যা ৪১৮ ছাড়াল

বিদ্ধংসী টাইফুন বোপায় ফিলিপিন্সে মৃতের সংখ্যা ৪১৮ ছাড়িয়েছে। এখনও নিখোঁজ বহু মানুষ। বোপায় ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের ১২ প্রদেশ কম-বেশি ক্ষতিগ্রস্ত। সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ মিন্দানাওয়ে রাজ্য। কেবল মাত্র মিন্দানাওয়ের কম্পোসটেলা ভ্যালি এলাকাতেই টাইফুনের জেরে মৃত্যু হয় প্রায় ২০০ জনের। প্রবল বৃষ্টিতে উদ্ধারের কাজ ব্যহত হচ্ছে। যদিও এখনও পর্যন্ত বেশ কিছু মানুষকে জীবিত উদ্ধার করতে পেরেছেন উদ্ধারকারীরা। আরও অনেককে জীবিত উদ্ধার করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। এখনো প্রায় দুই লক্ষ মানুষ বিভিন্ন আশ্রয়শিবিরে রয়েছেন।

Updated By: Dec 7, 2012, 02:54 PM IST

বিদ্ধংসী টাইফুন বোপায় ফিলিপিন্সে মৃতের সংখ্যা ৪১৮ ছাড়িয়েছে। এখনও নিখোঁজ বহু মানুষ। বোপায় ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের ১২ প্রদেশ কম-বেশি ক্ষতিগ্রস্ত। সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ মিন্দানাওয়ে রাজ্য। কেবল মাত্র মিন্দানাওয়ের কম্পোসটেলা ভ্যালি এলাকাতেই টাইফুনের জেরে মৃত্যু হয় প্রায় ২০০ জনের। প্রবল বৃষ্টিতে উদ্ধারের কাজ ব্যহত হচ্ছে। যদিও এখনও পর্যন্ত বেশ কিছু মানুষকে জীবিত উদ্ধার করতে পেরেছেন উদ্ধারকারীরা। আরও অনেককে জীবিত উদ্ধার করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। এখনো প্রায় দুই লক্ষ মানুষ বিভিন্ন আশ্রয়শিবিরে রয়েছেন।
গতবছরও টাইফুন ওয়াসির আঘাতে ফিলিপিন্সে মৃত্যু হয়েছিল ১৫০০ জনের। মঙ্গলবার ঘণ্টায় ১২১ কিলোমিটার বেগে ফিলিপিন্সের দক্ষিণ উপকূলে আছড়ে পড়ে টাইফুন বোপা। বর্তমানে তা উত্তরপশ্চিমের দিকে সরে যাচ্ছে। বৃহস্পতিবার ওই ঝড় দক্ষিণ চীন সাগরে পৌঁছবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে।

.