দিল্লি স্টেশনের কাছে ছুরি দেখিয়ে গণধর্ষণ ড্যানিশ পর্যটককে, ধরপাকড় শুরু করল পুলিস

মঙ্গলবার রাতে দিল্লিতে ডেনমার্কের মহিলার গণধর্ষণের ঘটনায় ব্যাপক ধরপাকড় শুরু করল দিল্লি পুলিস। ধৃতদের সন্দেহের ভিত্তিতে আটক করা হয়েছে। তাঁদের জেরা করছে পুলিস।

Updated By: Jan 15, 2014, 03:17 PM IST

মঙ্গলবার রাতে দিল্লিতে ডেনমার্কের মহিলার গণধর্ষণের ঘটনায় ব্যাপক ধরপাকড় শুরু করল দিল্লি পুলিস। ধৃতদের সন্দেহের ভিত্তিতে আটক করা হয়েছে। তাঁদের জেরা করছে পুলিস।

মঙ্গলবার রাতে রাজধানীর বুকে ফের গণধর্ষণের ঘটনা ঘটে। ডেনমার্ক থেকে আসা এক পর্যটককে ছুরি দেখিয়ে ধর্ষণ করে জনা ছয়েক। নয়া দিল্লি স্টেশনের কাছে ৫১ বছরের ওই ড্যানিশ মহিলাকে গণধর্ষণ করার পাশাপাশি,তাঁর জিনিসপত্রও ছিনতাই করা হয়।

মিউজিয়াম দেখতে হোটল থেকে বেরিয়ে ছিলেন সেই মহিলা। মিউজিয়াম দেখে ফেরার পর,বুঝতে পারেন পথ হারিয়েছেন। এরপর পাহাড়গঞ্জের হোটেলে ফেরারপথ জিজ্ঞাসা করেন কয়েকজন যুবককে। তাদের মধ্যে একজন সেই মহিলাকে পথ চেচানোর নাম করে ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানেই ছুরি দেখিয়ে জনা ছয়েক দুষ্কৃতি তাঁকে গণধর্ষণ করে।

অসুস্থ অবস্থায় হোটেলে ফিরে এসে সেই মহিলাকে হোটেলের ম্যানেজারকে সব কথা খুলে বলেন। হোটেলের ম্যানেজার ফোন করেন পুলিসকে। পাহাড়গঞ্জ পুলিস স্টেশনে তাঁর অভিযোগ নেওয়া হয়েছে। ড্যানিশ দূতাবাসকেও ঘটনাটি জানানো হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনকে আটক করা হয়েছে।

ট্যুরিস্ট ভিসায় আসা নির্যাতিতা সেই মহিলা দেশে ফিরে যাওয়ার আবেদন করেছেন।

.