কমলেশ্বরের মহাভারতে দেব এবার অর্জুন, প্রসেনজিত্‍ ভীষ্ম

যদি একই ছবিতে দেখতে চান ভালবাসা, ষড়যন্ত্র, অপরাধ, প্রতিহিংসা, ধ্বংস তবে মহাভারতের থেকে ভাল প্লট আর কীই বা হতে পারে? আর তাই এবার বড়পর্দায় মহাভারতে হাত দিলেন কমলেশ্বর মুখোপাধ্যায়। তবে তাঁর মহাভারতের প্রেক্ষাপট কুরুক্ষেত্রর প্রান্তর নয়, খোদ বঙ্গদেশ। সময়কালও বর্তমান।

Updated By: Nov 10, 2014, 09:48 PM IST
কমলেশ্বরের মহাভারতে দেব এবার অর্জুন, প্রসেনজিত্‍ ভীষ্ম

ওয়েব ডেস্ক: যদি একই ছবিতে দেখতে চান ভালবাসা, ষড়যন্ত্র, অপরাধ, প্রতিহিংসা, ধ্বংস তবে মহাভারতের থেকে ভাল প্লট আর কীই বা হতে পারে? আর তাই এবার বড়পর্দায় মহাভারতে হাত দিলেন কমলেশ্বর মুখোপাধ্যায়। তবে তাঁর মহাভারতের প্রেক্ষাপট কুরুক্ষেত্রর প্রান্তর নয়, খোদ বঙ্গদেশ। সময়কালও বর্তমান।

কমলেশ্বরের মহাভারতের সময়কাল ১৯৫০ সাল থেকে ২০১৪ সাল। জমি, চা বাগান ও কয়লাখনি থেকে শুরু করে স্মাগলিং, রিয়াল এস্টেট, ক্রিকেট বেটিংয়ে জড়িয়ে পড়া দুই পরিবারের দ্বন্দ্ব নিয়ে এই মহাভারত। প্রথম দিকে দুই পরিবারের অর্থ উপার্জনের পথ ছিল কয়লা, সেগুন কাঠ ও চায়ের ব্যবসা। কিন্ত সত্তরের দশকের পর থেকে স্মাগলিং হয়ে ওঠে প্রধান। আর নব্বইয়ের দশকের পর থেকে যুক্ত হয় রিয়াল এস্টেট, চিট ফান্ড ও ক্রিকেট বেটিং। মহাভারতের পাশা খেলার জায়গায় এই ছবিতে স্থান পেয়েছে ক্রিকেট বেটিং গেম। স্বয়ম্বর যেখানে হয়ে উঠেছে নাইটক্লাবের বার ডান্সার দ্রৌপদীর বেটিং। ছবিতে অর্জুনের ভূমিকায় দেব আর কৃষ্ণের ভূমিকায় পরমব্রতকে দেখা যাবে মদ্যপ অবস্থায় পানশালায় বসে গীতা পর্যালোচনায়।

দেখে নিন কোন চরিত্রে রয়েছেন কে-

মহাভারতের চরিত্র  কমলেশ্বরের চরিত্র   অভিনয়ে
ভীষ্ম          প্রভাস      প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়  
সত্যবতী        বাসবী       গার্গী রায়চৌধুরী
বিদূর          প্রবুদ্ধ        কৌশিক সেন
ব্যাসদেব        দ্বৈপায়ন         অঞ্জন দত্ত
দ্রোণাচার্য্য       এস কে সালাদিন   রজতাভ দত্ত
দুর্যধন           দুর্জয়        শাশ্বত চ্যাটার্জি
কর্ণ            কানীন       ইন্দ্রনীল সেনগুপ্ত
শকুনি         মুয়াইয়া চিস্তি     রুদ্রনীল ঘোষ
কুন্তী           পৃথা         অর্পিতা চ্যাটার্জি
যুধিষ্ঠির        আরশাদ       আবীর চ্যাটার্জি
ভীম          রুস্তম         বিশ্বনাথ বসু
অর্জুন        সোহরাব          দেব
কৃষ্ণ       মুরারী ঘোষাল     পরমব্রত চ্যাটার্জি
দ্রুপদ        জুবের         শঙ্কর চক্রবর্তী
ধৃষ্টদ্যুম্ন      আকমল         সাহেব ভট্টাচার্য্য
শুভদ্রা       ইশানী          তনুশ্রী চক্রবর্তী
ধর্ম,ইন্দ্র,পবন ইব্রাহিম আলি      শান্তিলাল মুখার্জি
ঘটোত্‍কচ    তাহির          ইন্দ্রাশীষ চ্যাটার্জি
অভিমন্যু    হাসান           রণদীপ বোস
অম্বিকা     পার্ব্বতী         সোহিনী সরকার
অম্বা      ভার্গবী           দামিনী বসু
কৃপা     রথীজিত্‍ দাশ       পদ্মনাভ দাশগুপ্ত
বিচিত্রবীর্য   বীর্যেশ          অনিন্দ্য ব্যানার্জি
সাত্যকি   সাত্যকি           সৃজিত্‍ মুখার্জি
জয়দ্রথ    জয়ন্ত            কৌশিক গাঙ্গুলি
কাশীরাজ  কাশীনাথ          নিত্য গাঙ্গুলি

.