নিয়ান্ত্রণরেখা নিয়ে দুমুখো নীতি পাকিস্তানের, স্পষ্ট হল শরিফের বক্তব্যে

নিয়ন্ত্রণরেখার অশান্তিতে দুমুখো নীতি নিয়ে চলছে পাকিস্তান। ভারতের অভিযোগ নয়, নিজের বক্তব্যেই স্পষ্ট করে দিলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। জাতির উদ্দেশে  ভাষণে  শরিফ একবার বললেন,  যুদ্ধ নয়, নিজেদের উন্নয়নের স্বার্থে ভারত-পাকিস্তানের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা উচিত। পরক্ষণেই বললেন, কাশ্মীর পাকিস্তানের গুরুত্বপূর্ণ ধমণী। শরিফের দুমুখো নীতির ফলও মিলছে নিয়ন্ত্রণরেখায়। গতকাল রাতেও পুঞ্চের নিয়ন্ত্ররেখায় বিনা প্ররোচনায় গুলিবৃষ্টি করে পাকিস্তান।  

Updated By: Aug 20, 2013, 08:49 PM IST

নিয়ন্ত্রণরেখার অশান্তিতে দুমুখো নীতি নিয়ে চলছে পাকিস্তান। ভারতের অভিযোগ নয়, নিজের বক্তব্যেই স্পষ্ট করে দিলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। জাতির উদ্দেশে  ভাষণে  শরিফ একবার বললেন,  যুদ্ধ নয়, নিজেদের উন্নয়নের স্বার্থে ভারত-পাকিস্তানের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা উচিত। পরক্ষণেই বললেন, কাশ্মীর পাকিস্তানের গুরুত্বপূর্ণ ধমণী। শরিফের দুমুখো নীতির ফলও মিলছে নিয়ন্ত্রণরেখায়। গতকাল রাতেও পুঞ্চের নিয়ন্ত্ররেখায় বিনা প্ররোচনায় গুলিবৃষ্টি করে পাকিস্তান।  
নিয়ন্ত্রণরেখায় দিনের পর দিন হামলা চালিয়েও ভারতের সঙ্গে আলোচনা চাইছেন পাক প্রধানমন্ত্রী। মঙ্গলবার জাতির উদ্দেশে মিষ্টি মিষ্টি কথায় যুক্তি দিয়ে বোঝালেন, কেন যুদ্ধের পথ এড়িয়ে চলা উচিত ভারত-পাকিস্তানের।  
পাক প্রধানমন্ত্রী মুখে বলছেন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের কথা। পরক্ষণেই  কথার মোড় ঘোরালেন। ঘুরেফিরে নজর সেই কাশ্মীরে।
পাকিস্তানের এই দ্বিচারিতার জবাব দিয়েছে ভারতও।
ভারত বারবার এই দাবি করলেও নিয়ন্ত্রণরেখায় পাক প্ররোচনার বিরাম নেই। সোমবার রাত সাড়ে নটা থেকে পুঞ্চের মেন্ধার সেক্টরে পাক সেনা গুলিবৃষ্টি শুরু করে। পাল্টা জবাব দেয় ভারত। গোটা রাত চলে দু পক্ষের গুলিবর্ষণ। নিয়ন্ত্রণরেখায় টানা অশান্তি চললেও পাকিস্তানের বিরুদ্ধে  কঠোর অবস্থান না নেওয়ায় কেন্দ্রের সমালোচনায় সরব বিজেপি।
নিয়ন্ত্রণরেখায় অশান্তির কারণ স্পষ্ট করে দিয়েছেন পাক প্রধানমন্ত্রী। এই কারণ হল পাকিস্তানের দ্বিচারি নীতি। কেন্দ্রে সেই কাশ্মীর।
 

.