কাঠগোড়ায় নির্বাচন কমিশন, সমালোচনার মুখে সুধীর কুমার রাকেশ

তৃতীয় দফা ভোটের পর কাঠগড়ায় নির্বাচন কমিশন। সমালোচনার মুখে বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুধীরকুমার রাকেশ। বিরোধীদের অভিযোগ, তিরিশে এপ্রিল ভোটে ব্যাপক কারচুপি হলেও ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে কমিশন। সুধীরকুমার রাকেশের অপসারণ দাবি করেছে তারা। এই অবস্থায় বাকি দু-দফা ভোট অবাধ ও শান্তিপূর্ণ করাই নির্বাচনের কমিশনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভোটারদের মারধর। অবাধে ছাপ্পা ভোট। নেই কেন্দ্রীয় বাহিনী। বুধবার তৃতীয় দফার নির্বাচনে দিনভর এই ছবি ধরা পড়ে বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরায়। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে নির্বাচন কমিশন ব্যর্থ বলে অভিযোগ করেন বিরোধীরা। গোটা ঘটনায় এখন কাঠগড়ায় রাজ্যের বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুধীর কুমার রাকেশ।

Updated By: May 3, 2014, 07:58 PM IST

তৃতীয় দফা ভোটের পর কাঠগড়ায় নির্বাচন কমিশন। সমালোচনার মুখে বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুধীরকুমার রাকেশ। বিরোধীদের অভিযোগ, তিরিশে এপ্রিল ভোটে ব্যাপক কারচুপি হলেও ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে কমিশন। সুধীরকুমার রাকেশের অপসারণ দাবি করেছে তারা। এই অবস্থায় বাকি দু-দফা ভোট অবাধ ও শান্তিপূর্ণ করাই নির্বাচনের কমিশনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভোটারদের মারধর। অবাধে ছাপ্পা ভোট। নেই কেন্দ্রীয় বাহিনী। বুধবার তৃতীয় দফার নির্বাচনে দিনভর এই ছবি ধরা পড়ে বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরায়। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে নির্বাচন কমিশন ব্যর্থ বলে অভিযোগ করেন বিরোধীরা। গোটা ঘটনায় এখন কাঠগড়ায় রাজ্যের বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুধীর কুমার রাকেশ।

তৃতীয় দফার ভোটে দিনভর কেন নিষ্ক্রিয় ছিল নির্বাচন কমিশন?

সকাল সাতটায় ভোট শুরু হলেও কেন দুপুর দুটোয় কমিশনের দফতরে এলেন সুধীরকুমার রাকেশ?

সংবাদমাধ্যমে বুথ দখল-ছাপ্পা ভোটের ছবি সম্প্রচারের পরও ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, দফতরে পৌছতেই কেন সুধীরকুমার রাকেশের সময় লাগল সাত ঘণ্টা?

রাজনৈতিক দলগুলির কাছ থেকে বহু অভিযোগ পাওয়া সত্ত্বেও কেন কোথাও যেতে দেখা গেল না সুধীরকুমার রাকেশকে?

ভোট নিয়ে অভিযোগ জানাতে রাজনৈতিক দলগুলি বারবার এসএমএস, ফোন করলেও কেন কোনও উত্তর দিলেন না সুধীরকুমার রাকেশ?

ভোট শেষের তিন ঘণ্টা আগেই সুধীরকুমার রাকেশ কী ভাবে বললেন যে নির্বাচন শান্তিপূর্ণ?

শেষ অভিযোগটি আরও মারাত্মক। তৃতীয় দফা ভোটের আগে হঠাৎ করে কেন পাটনা চলে গেলেন সুধীরকুমার রাকেশ?

পাটনা যাওয়ার কথা অস্বীকার না করলেও ভোটের মাঝে কেন তিনি রাজ্য ছেড়ে গেলেন তা জানাননি বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক। তাঁর অপসারণ চেয়েছে বিরোধীরা।

রাজ্যের বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুধীরকুমার রাকেশের বিরুদ্ধে ওঠা অভিযোগ অত্যন্ত গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। তৃতীয় দফা ভোটের দিন বিভিন্ন সংবাদমাধ্যমে সম্প্রচারিত ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

যাকে নিয়ে এত অভিযোগ সেই সুধীরকুমার রাকেশ কিন্তু নির্বিকার।

চতুর্থ ও পঞ্চম দফায় রাজ্যের অধিকাংশ আসনে ভোট। এই দু-দফায় অবাধ ও সুষ্ঠু ভোট করাটাই নির্বাচন কমিশনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

.