দুর্গাশক্তির পাশে সোনিয়া

উত্তরপ্রদেশের আইএএস আধিকারিক দুর্গাশক্তি নাগপালের সাসপেনশনের ঘটনায় এবার হস্তক্ষেপ করলেন সোনিয়া গান্ধী। কেন্দ্রীয় সরকার যাতে ওই আইএএস আধিকারিককে প্রয়োজনীয় সাহায্য করে সে জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে অনুরোধ করেছেন তিনি। দুর্গাশক্তি নাগপাল যাতে অবিচারের শিকার না হন তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীকে বলেছেন সোনিয়া। 

Updated By: Aug 3, 2013, 10:43 PM IST

উত্তরপ্রদেশের আইএএস আধিকারিক দুর্গাশক্তি নাগপালের সাসপেনশনের ঘটনায় এবার হস্তক্ষেপ করলেন সোনিয়া গান্ধী। কেন্দ্রীয় সরকার যাতে ওই আইএএস আধিকারিককে প্রয়োজনীয় সাহায্য করে সে জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে অনুরোধ করেছেন তিনি। দুর্গাশক্তি নাগপাল যাতে অবিচারের শিকার না হন তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীকে বলেছেন সোনিয়া। 
প্রধানমন্ত্রীকে চিঠি লেখায় সোনিয়া গান্ধীর সমালোচনা করেছে সমাজবাদী পার্টি। বালি মাফিয়াদের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য নয়। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার মতো কাজ করার জন্যই গৌতম বুদ্ধ নগরে মহকুমাশাসক পদে কর্মরত দুর্গাশক্তি নাগপালকে সাসপেন্ড করা হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ফের এই দাবি করেছেন। সাসপেনশন তুলে নেওয়ার জন্য আইএএস আধিকারিকদের সংগঠনের তরফে আজ কেন্দ্রের কাছে দাবি জানানো হয়। এ দিকে, দুর্গাশক্তি নাগপাল নিজে উত্তরপ্রদেশের মুখ্যসচিবকে চিঠি দিয়ে জানিয়েছেন, তিনি কোনও মসজিদের দেওয়াল ভেঙে দেওয়ার নির্দেশ দেননি। সুপ্রিম কোর্টের নির্দেশের কথা বলায় কড়লপুরা গ্রামের বাসিন্দারা নিজেরাই সেই দেওয়াল ভেঙে দেন।   

.