চাঁদিপুরের মিসাইল পরীক্ষণাগারের কাছে আগুন

আগুনের কবলে পড়ল চাঁদিপুরের প্রতিরক্ষা গবেষণা কেন্দ্রে। আজ ভোর চারটে নাগাদ আগুন লাগে `প্রুফ অ্যান্ড এসটাবলিসমেন্ট`-এ। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট ওর্গানাইজেশন (ডিআরডিও) সূত্রে এই খবর জানা গেছে। যেখানে আগুন লেগেছে সেই জায়গাটি মিসাইল পরীক্ষণাগারের খুব কাছে।

Updated By: Apr 29, 2013, 10:51 AM IST

আগুনের কবলে পড়ল চাঁদিপুরের প্রতিরক্ষা গবেষণা কেন্দ্রে। আজ ভোর চারটে নাগাদ আগুন লাগে `প্রুফ অ্যান্ড এসটাবলিসমেন্ট`-এ। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট ওর্গানাইজেশন (ডিআরডিও) সূত্রে এই খবর জানা গেছে। যেখানে আগুন লেগেছে সেই জায়গাটি মিসাইল পরীক্ষণাগারের খুব কাছে।
আতঙ্কগ্রস্থ কর্মীরা আগুন লাগার সঙ্গে সঙ্গে গবেষণা কেন্দ্র থেকে বেরিয়ে নিকটবর্তী সমুদ্র তীরে চলে আসেন। দমকলের ১৩টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ডিআরডিও-র মুখপাত্র ডক্টর রবি গুপ্তা এই অগ্নি কাণ্ডে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন।

.