আইপিএলকেই ফেরার মঞ্চ বানাতে চান গম্ভীর

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজে বাদ পড়েন গৌতম গম্ভীর। তাঁর পরিবর্তে দলে সুযোগ পাওয়া মুরলি বিজয় এই সিরিজে অনবদ্য ব্যাটিং করেন। এরপরই গম্ভীরের কামব্যাক নিয়ে সংশয় তৈরি হয়েছে। বেশ কিছু প্রাক্তন ক্রিকেটার বলেই ফেলেছেন জাতীয় দলে গম্ভীরের কামব্যাক করা প্রায় অসম্ভব। তবে সমালোচনায় বিদ্ধ গম্ভীর কিন্তু জানিয়ে দিলেন তিনি দক্ষিণ আফ্রিকা সফরেই জাতীয় দলে কামব্যাক করতে মরিয়া। তিনি সবসময় বিদেশের মাটিতে সিরিজ জেতাকে বেশি গুরুত্ব দেন।

Updated By: Mar 29, 2013, 06:50 PM IST

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজে বাদ পড়েন গৌতম গম্ভীর। তাঁর পরিবর্তে দলে সুযোগ পাওয়া মুরলি বিজয় এই সিরিজে অনবদ্য ব্যাটিং করেন। এরপরই গম্ভীরের কামব্যাক নিয়ে সংশয় তৈরি হয়েছে। বেশ কিছু প্রাক্তন ক্রিকেটার বলেই ফেলেছেন জাতীয় দলে গম্ভীরের কামব্যাক করা প্রায় অসম্ভব। তবে সমালোচনায় বিদ্ধ গম্ভীর কিন্তু জানিয়ে দিলেন তিনি দক্ষিণ আফ্রিকা সফরেই জাতীয় দলে কামব্যাক করতে মরিয়া। তিনি সবসময় বিদেশের মাটিতে সিরিজ জেতাকে বেশি গুরুত্ব দেন।
গম্ভীর বলেন, এর জন্য কারও সমবেদনার প্রয়োজন নেই। তিনি কামব্যাক করার মঞ্চ হিসাবে বেছে নিয়েছেন আইপিএলকে। এই টুর্নামেন্টে ভাল পারফর্ম করে নির্বাচকদের বুঝিয়ে দিতে চান তাঁর মধ্যে এখনও খেলা রয়েছে। দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দল উড়ে যাওয়ার আগে সেদেশে এ দলকে পাঠাতে চায় বোর্ড। গম্ভীর বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন এ দলের হয়ে খেলে আরও একবার নিজেকে প্রমান করতে চান। তাঁর মতে সিরিজ শুরুর আগে সেখানে ভারতীয় এ দল বেশ কিছু ম্যাচ খেলার সুযোগ  পাবে। ভারতীয় এ দল।পেলে প্রস্তুতিটা আরও ভাল হবে।  

.