গঙ্গা দিচ্ছে ডাক, জি মিডিয়ার অভিযানে সামিল হন আপনিও

গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর। আড়াই হাজার কিলোমিটার যাত্রাপথে দূষণে জেরবার গঙ্গা। বিপুল রাসায়নিক বর্জ্য আর নর্দমার দূষিত জলের কারণে ভারতের প্রাণধারা আজ বিপন্ন। গঙ্গা দূষণ ঠেকাতে জি মিডিয়ার বিশেষ উদ্যোগ গঙ্গা দিচ্ছে ডাক অভিযান। আমাদের সঙ্কল্পে সামিল হন আপনিও।

Updated By: May 19, 2014, 10:57 PM IST

গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর। আড়াই হাজার কিলোমিটার যাত্রাপথে দূষণে জেরবার গঙ্গা। বিপুল রাসায়নিক বর্জ্য আর নর্দমার দূষিত জলের কারণে ভারতের প্রাণধারা আজ বিপন্ন। গঙ্গা দূষণ ঠেকাতে জি মিডিয়ার বিশেষ উদ্যোগ গঙ্গা দিচ্ছে ডাক অভিযান। আমাদের সঙ্কল্পে সামিল হন আপনিও।

গোটা দেশকে জঞ্জালমুক্ত করার ডাক। যা শুরু হবে কাশীর গঙ্গা দিয়ে। গঙ্গাকে দূষণ মুক্ত করার উদ্যোগ এর আগেও নেওয়া হয়েছে। তবে প্রশাসনিক সেই উদ্যোগ সত্ত্বেও তত্‍পরতা তেমন চোখে পড়েনি। (যদিও এরমাঝেই সরকারি উদ্যোগে গত ২৮ বছরে খরচ হয়ে গিয়েছে ২০ হাজার কোটি টাকা। যার মধ্যে বিশ্বব্যাঙ্কের আর্থিক সাহায্য ছিল ৩০০ কোটি ডলার।)গঙ্গা অ্যাকশন প্ল্যানে এভাবে কোটি কোটি টাকা ব্যায় সত্ত্বেও দূষণ কমেনি।

বেড়ে চলা দূষণের ফলে গঙ্গার প্রবাহই আজ প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। তাই শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, তাতে সামিল হতে হবে সাধারণ মানুষকেও। গণ সচেতনতা গড়ে তুলতে তত্পর আমরাও। গঙ্গা দূষণ ঠেকাতে সবচেয়ে বড় অভিযান শুরু করেছে জি মিডিয়া।

-------
গঙ্গা বাঁচাতে জি মিডিয়ার উদ্যোগ: গঙ্গা দিচ্ছে ডাক

এই অভিযানে অংশ নিতে পারেও আপনিও। ভারতের জীবন রেখাকে কী ভাবে দূষণের করাল গ্রাস থেকে বের করে আনা যায়, সে বিষয়ে আপনার পরামর্শ আমাদের কাছে মূল্যবান। তাই ইমেল করে আপনার পরামর্শ আমাদের জানান। ইমেল করুন mynews@zeenetwork.com এ। অথবা মিসড কল দিয়ে আপনার সমর্থন জানান। কল করুন ০৯৫৪০২৮৫০০০ নম্বরে।

.