সালিশি সভার নিদান মানতে না পারায় মুর্শিদাবাদে আত্মঘাতী তরুণী

ফের বিতর্কে সালিশি সভা। অভিযোগ, সালিশি সভার নিদান মানতে না পেরে আত্মঘাতী হয়েছেন এক তরুণী। এই অভিযোগ করেছেন মৃতার পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘিতে।

Updated By: Apr 7, 2014, 08:47 PM IST

ফের বিতর্কে সালিশি সভা। অভিযোগ, সালিশি সভার নিদান মানতে না পেরে আত্মঘাতী হয়েছেন এক তরুণী। এই অভিযোগ করেছেন মৃতার পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘিতে।

বিয়েতে পরিবারের সম্মতি না থাকায় গত সপ্তাহে গ্রামের এক যুবকের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যান ওই তরুণী। এঘটনায় পুলিসে অভিযোগ দায়ের করে তরুণীর পরিবার। রবিবার বহরমপুর থেকে আটক করে পুলিস ওই তরুণী এবং ওই যুবককে বাড়ি ফিরিয়ে দেয়। রবিবার রাতেই এই নিয়ে সালিশি সভা বসে সাগরদিঘির গ্রামে।

তরুণীর পরিবারের দাবি, সভায় ওই যুবক বিয়ে করতে অস্বীকার করে। ওই যুবকের পরিবারকে ১১ হাজার টাকা জরিমানা করে সালিশি সভা। সালিশি সভা নির্দেশ দেয়, ওই টাকা দিতে হবে তরুণীর পরিবারকে। কিন্তু যুবকের পরিবারের তরফে জানানো হয়,তাঁরা দশ হাজার টাকার বেশি দিতে পারবেন না। অন্যদিকে,সালিশি সভার নির্দেশমতো টাকা নিতেই রাজি হয়নি তরুণীর পরিবার। এনিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ চরমে ওঠে। পরিবারের দাবি, রাতে বাড়ি ফিরে আত্মঘাতী হন ওই তরুণী।

.