শ্লীলতাহানিতে বাধা, দুষ্কৃতীর গুলিতে খুন যুবতী

শ্লীলতাহানিতে বাধা দিতে গিয়ে দুষ্কৃতীর গুলিতে প্রাণ হারালেন এক যুবতী। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচকে। ওই দুষ্কৃতী কংগ্রেস আশ্রিত বলে অভিযোগ নারীকল্যাণ দফতরের মন্ত্রী সাবিত্রী মিত্রর । ঘটনার প্রতিবাদ এলাকায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। মালদার কালিয়াচক থানা এলাকার সুজাপুর। শনিবার বিকেলে কাজ সেরে বাড়ি ফিরছিলেন ওই এলাকারই এক যুবতী। পরিচারিকার কাজ করতেন তিনি। হঠাতই এক দুষ্কৃতী তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ। বাধা দেন ওই যুবতী। তখনই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ওই দুষ্কৃতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবতীর।

Updated By: Mar 3, 2013, 10:17 AM IST

শ্লীলতাহানিতে বাধা দিতে গিয়ে দুষ্কৃতীর গুলিতে প্রাণ হারালেন এক যুবতী। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচকে। ওই দুষ্কৃতী কংগ্রেস আশ্রিত বলে অভিযোগ নারীকল্যাণ দফতরের মন্ত্রী সাবিত্রী মিত্রর । ঘটনার প্রতিবাদ এলাকায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। মালদার কালিয়াচক থানা এলাকার সুজাপুর। শনিবার বিকেলে কাজ সেরে বাড়ি ফিরছিলেন ওই এলাকারই এক যুবতী। পরিচারিকার কাজ করতেন তিনি। হঠাতই এক দুষ্কৃতী তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ। বাধা দেন ওই যুবতী। তখনই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ওই দুষ্কৃতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবতীর।
ঘটনার পরেই এলাকায় পৌঁছয় পুলিস। এলাকায় যান নারী ও সমাজকল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্র। অভিযুক্ত দুষ্কৃতী রহিম শেখ কংগ্রেস আশ্রিত বলে অভিযোগ সাবিত্রী মিত্রর।
ঘটনার প্রতিবাদে এলাকায় বিক্ষোভ শুরু করেন গ্রামবাসীরা। দোষীর কড়া শাস্তির দাবি জানান তাঁরা ।

.