অয়েলারকে গুগলের ডুডলিং শ্রদ্ধার্ঘ

সর্বকালের অন্যতম সেরা এই গণিতজ্ঞ ১৫০৭-এর ১৫ এপ্রিল সুইৎজারল্যান্ডের বাসেলে জন্মগ্রহণ করেন। আধুনিক গণিতের বেশির ভাগ পরিভাষা অয়েলারেরই সৃষ্ট। জ্যামেতি, ক্যালকুলাস, ত্রিকোণমিতি, বীজগণিতে ও সংখ্যা তত্ত্বে অয়েলারের অবদান অতুলনীয়। এছাড়াও কন্টিনাম পদার্থ বিদ্যা ও লুনার থিওরি নিয়েও এই সুইস বিজ্ঞানী প্রভুত কাজ করে গিয়েছেন।

Updated By: Apr 15, 2013, 02:06 PM IST

প্রখ্যাত সুইস গণিতজ্ঞ ও পদার্থবিদ লিওনার্দ অয়েলারের ৩০৬ তম জন্মদিনে তাঁকে ডুডলিং শ্রদ্ধা জানাল গুগল।
সর্বকালের অন্যতম সেরা এই গণিতজ্ঞ ১৫০৭-এর ১৫ এপ্রিল সুইৎজারল্যান্ডের বাসেলে জন্মগ্রহণ করেন। আধুনিক গণিতের বেশির ভাগ পরিভাষা অয়েলারেরই সৃষ্ট। জ্যামেতি, ক্যালকুলাস, ত্রিকোণমিতি, বীজগণিতে ও সংখ্যা তত্ত্বে অয়েলারের অবদান অতুলনীয়। এছাড়াও কন্টিনাম পদার্থ বিদ্যা ও লুনার থিওরি নিয়েও এই সুইস বিজ্ঞানী প্রভুত কাজ করে গিয়েছেন।
তাঁর নাম থেকেই ক্যালকুলাসে `e`-র প্রচলন হয়েছে। ক্যালকুলাসে e=২.৭১৮২৮। এছাড়াও ইউলেরের কন্সট্যান্টও ক্যালকুলাসের একটি অত গুরুত্বপূর্ণ অংশ।
১৭২৭ সালে ইউলার সুইৎজারল্যান্ড ছেড়ে রাশিয়াতে চলে আসেন।
১৭৩৫ সালে তিনি এক চোখের দৃষ্টি শক্তি হারান। কিন্তু সেই প্রতিবন্ধকতাকে অগ্রাহ্য করে ১৭৭৫ সাল পর্যন্ত প্রতি সপ্তাহে অঙ্ক নিয়ে একটি করে গবেষণা মূলক পেপার প্রকাশ করতেন।

.