দার্জিলিং `ভাঙার চেষ্টা`-র সমালোচনা রাজ্যপালের

পাহাড় পতিস্থিতি নিয়ে মুখ খুললেন রাজ্যপাল এম কে নারায়ণন। দার্জিলিংকে বাংলার `অবিচ্ছেদ্য অংশ` বলে মনে করেন রাজ্যপাল। দার্জিলিং ভাঙার চেষ্টায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, "দার্জিলিং ভাঙার চেষ্টা হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা।"

Updated By: Aug 11, 2013, 09:03 PM IST

পাহাড় পতিস্থিতি নিয়ে মুখ খুললেন রাজ্যপাল এম কে নারায়ণন। দার্জিলিংকে বাংলার `অবিচ্ছেদ্য অংশ` বলে মনে করেন রাজ্যপাল। দার্জিলিং ভাঙার চেষ্টায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, "দার্জিলিং ভাঙার চেষ্টা হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা।"
গোর্খাদের জন্য রাজ্যপালের কড়া বার্তা, "সমুদ্র থেকে পাহাড় পুরোটাই বাংলা। তার থেকে কোনও অংশ কেটে নিল। তারপর বলল এটা বাংলা, তা হয় না।" পাহাড়ের উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বিষয়ে আশাবাদী নারায়ণন। তিনি বলেন, "আশা করি আমরা সমস্যা মিটিয়ে নেব।"

.