বিজ্ঞপ্তি অগ্রাহ্য করে গরহাজির সরকারি কর্মীরা

বিজ্ঞপ্তিতেও বদলাল না সরকারি দফতরের কর্মসংস্কৃতির চিত্রটা। সকাল দশটা পনেরোর মধ্যে অফিসে ঢুকতে হবে। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এমনই নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। যদিও, সেই বিজ্ঞপ্তি জারির পর প্রায় দুদিন কেটে গেলেও পরিবর্তন হল না দফতর গুলির সামগ্রিক বেহাল ছবিটার। অফিস খোলার নির্দিষ্ট সময়ে মহাকরণে গিয়ে দেখা গেল, অধিকাংশ দফতরেই কর্মীরা সময়ে পৌঁছননি। বেশিরভাগ কর্মীই তাঁদের দেরির কারণ হিসেবে যানবাহন সমস্যাকেই দায়ী করেছেন। 

Updated By: Dec 14, 2012, 03:47 PM IST

বিজ্ঞপ্তিতেও বদলাল না সরকারি দফতরের কর্মসংস্কৃতির চিত্রটা। সকাল দশটা পনেরোর মধ্যে অফিসে ঢুকতে হবে। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এমনই নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। যদিও, সেই বিজ্ঞপ্তি জারির পর প্রায় দুদিন কেটে গেলেও পরিবর্তন হল না দফতর গুলির সামগ্রিক বেহাল ছবিটার। অফিস খোলার নির্দিষ্ট সময়ে মহাকরণে গিয়ে দেখা গেল, অধিকাংশ দফতরেই কর্মীরা সময়ে পৌঁছননি। বেশিরভাগ কর্মীই তাঁদের দেরির কারণ হিসেবে যানবাহন সমস্যাকেই দায়ী করেছেন। 
নির্দেশিকায় বলা হয়েছে, এখন থেকে সকাল ১০টা ১৫ মধ্যে কর্মীদের অফিসে ঢুকতে হবে। সাড়ে দশটায় দফতর থেকে হাজিরা খাতা চলে যাবে সংশ্লিষ্ট সচিবের ঘরে। ফলে, ওই সময়ের পরে অফিসে ঢুকলে সরকারি কর্মীরা খাতায় সই করতে পারবেন না। বিকেল ৫টায় হাজিরা খাতা ফেরত আসবে সংশ্লিষ্ট দফতরে। কর্মীরা খাতায় সই করে তারপরই অফিস থেকে বেরোতে পারবেন। নিয়ম না মানলে সরকারি কর্মীদের সার্ভিস বুকে তা নথিবদ্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

.