অপহৃত ভারতীয়দের হদিশ পেল ইরাক সরকার, অপহৃতদের সুরক্ষার জন্যই সেনা অভিযানে নারাজ সে দেশের সরকার

অপহৃত ভারতীয়রা কোথায় রয়েছেন,তার হদিশ পেয়েছে ইরাক সরকার । অন্যান্য বহু রাষ্ট্রের পণবন্দির সঙ্গেই চল্লিশজন নির্মাণকর্মীকে রাখা হয়েছে বলে জানিয়েছে বিদেশমন্ত্রক । ইরাক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার দুবার বৈঠক করেছে বিদেশমন্ত্রকের ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ । ভারতের দূত হিসেবে সুরেশ রেড্ডি এমুহূর্তে বাগদাদে রয়েছেন । অপহৃত ভারতীয়দের মুক্তির জন্য তিনিই ইরাক সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন । সুরেশ রেড্ডি ইরাকে নিযুক্ত ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত । পণবন্দিদের ঠিকানার সন্ধান পেলেও,তাঁদের মুক্তির জন্য কোনওরকম সেনা অভিযানে রাজি নয় ইরাক সরকার । সরকারের দাবি,সেক্ষেত্রে অপহৃতদের প্রাণহানির আশঙ্কা রয়েছে ।

Updated By: Jun 19, 2014, 05:41 PM IST

অপহৃত ভারতীয়রা কোথায় রয়েছেন,তার হদিশ পেয়েছে ইরাক সরকার । অন্যান্য বহু রাষ্ট্রের পণবন্দির সঙ্গেই চল্লিশজন নির্মাণকর্মীকে রাখা হয়েছে বলে জানিয়েছে বিদেশমন্ত্রক । ইরাক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার দুবার বৈঠক করেছে বিদেশমন্ত্রকের ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ । ভারতের দূত হিসেবে সুরেশ রেড্ডি এমুহূর্তে বাগদাদে রয়েছেন । অপহৃত ভারতীয়দের মুক্তির জন্য তিনিই ইরাক সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন । সুরেশ রেড্ডি ইরাকে নিযুক্ত ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত । পণবন্দিদের ঠিকানার সন্ধান পেলেও,তাঁদের মুক্তির জন্য কোনওরকম সেনা অভিযানে রাজি নয় ইরাক সরকার । সরকারের দাবি,সেক্ষেত্রে অপহৃতদের প্রাণহানির আশঙ্কা রয়েছে ।

ক্রমশ জটিল হয়ে উঠছে ইরাকের পরিস্থিতি। আটকে পড়েছেন বহু ভারতীয়। ইরাকের মসুলে অপহৃত ভারতীয় নির্মাণকর্মীদের পরিবারের সদস্যরা আজ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে দেখা করেন। মসুল শহর থেক ওই চল্লিশ জন নির্মাণকর্মীকে অপহরণ করেছে জঙ্গি গোষ্ঠী আইএসআইএস। ইরাকে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে বিদেশ মন্ত্রক। অপহৃতদের উদ্ধার করতে ভারত সব রকম চেষ্টা করবে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী। ইতিমধ্যেই মার্কিন যুক্ত রাষ্ট্রের কাছে সাহায্য চেয়েছে ইরাক সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য শুধু মাত্র সামরিক সাহায্যই নয় , ওয়াশিংটনের রাজনৈতিক হস্থক্ষেপও দাবি করেছে ইরাক । জঙ্গি অধ্যুষিত অঞ্চল মার্কিন বিমান বাহিনী অভিযান চালাক, এমনটাই চাইছেন সে দেশের সরকার।

.