আইফা মনোনয়নের শীর্ষে রইল হায়দর, টু স্টেটস

আমিরের পিকে, কঙ্গনার কুইন পিছনে ফেলে আইফা ২০১৫ মনোনয়ন তালিকায় শীর্ষে রইল হায়দর ও টু স্টেটস। দুটি ছবিই ৮টি করে মনোনয়ন পেয়েছে। আগামী ৫ থেকে ৭ জন মালয়শিয়ার কুয়ালা লামপুরে বসছে ১৬তম আইফার আসর।

Updated By: Apr 14, 2015, 09:22 PM IST
আইফা মনোনয়নের শীর্ষে রইল হায়দর, টু স্টেটস

ওয়েব ডেস্ক: আমিরের পিকে, কঙ্গনার কুইন পিছনে ফেলে আইফা ২০১৫ মনোনয়ন তালিকায় শীর্ষে রইল হায়দর ও টু স্টেটস। দুটি ছবিই ৮টি করে মনোনয়ন পেয়েছে। আগামী ৫ থেকে ৭ জন মালয়শিয়ার কুয়ালা লামপুরে বসছে ১৬তম আইফার আসর।

আইফা ২০১৫-র গুরুত্বপূর্ণ মনোনয়ন তালিকা-

সেরা ছবি-

কুইন
পিকে
হায়দর
হাইওয়ে
মেরি কম

সেরা পরিচালক-

বিকাশ বহেল(কুইন)
বিশাল ভরদ্বাজ(হায়দর)
রাজকুমার হিরানি(পিকে)
ইমতিয়াজ আলি(হাইওয়ে)

সেরা অভিনেতা-

শাহিদ কপূর-হায়দর
আমির খান-পিকে
অর্জুন কপূর-টু স্টেটস
হৃতিক রোশন-ব্যাঙ্গ ব্যাঙ্গ
রণদীপ হুডা-হাইওয়ে
শাহরুখ খান-হ্যাপি নিউ ইয়ার

সেরা অভিনেত্রী-

কঙ্গনা রওনাত-কুইন
আলিয়া ভট-টু স্টেটস
প্রিয়াঙ্কা চোপড়া-মেরি কম
দীপিকা পাডুকোন-হ্যাপি নিউ ইয়ার
রানি মুখার্জি-মর্দ্দানি
অনুষ্কা শর্মা-পিকে

সেরা সহ অভিনেতা-

রনিত রয়-টু স্টেটস
রীতেশ দেশমুখ-এক ভিলেন
কে কে মেনন-হায়দর
রনদীপ হুডা-কিক
ইনামুল হক-ফিল্মিস্তান
নাসিরুদ্দিন শাহ-ফাইন্ডিং ফ্যানি

সেরা সহ অভিনেত্রী-

টাবু-হায়দর
অমৃতা সিং-টু স্টেটস
লিজা হেডন-কুইন
জুহি চাওলা-গুলাব গ্যাং
হুমা কুরেশি-দেড় ইশকিয়া

কমিক চরিত্রে সেরা ইভিনয়-

শরিব হাশমি-ফিল্মিস্তান
সঞ্জয় দত্ত-পিকে
বরুণ ধাওয়ান-ম্যায় তেরা হিরো
গোবিন্দা-হ্যাপি এনডিং

নেগেটিভ চরিত্রে সেরা অভিনয়-

রীতেশ দেশমুখ-এক ভিলেন
নওয়াজউদ্দিন সিদ্দিকী-কিক
কে কে মেনন-হায়দর

সেরা সঙ্গীত পরিচালক-

বিশাল ভরদ্বাজ-হায়দর
শঙ্কর-এহসান-লয়-টু স্টেটস
মিঠুন, অঙ্কিত তিওয়ারি, আদনন, রাব্বি আহমেদ-এক ভিলেন
মিঠুন, ইয়ো ইয়ো হানি সিং, প্রীতম, অর্কোপ্রভ মুখার্জি-ইয়ারিয়াঁ

সেরা গল্পো-

কুইন
টু স্টেটস
পিকে

সেরা লিরিক-

মনোজ মুনতাশির-গলিয়াঁ(এক ভিলেন)
রশমি সিং-মুস্কুরানে(সিটিলাইটস)
অমিতাভ ভট্টাচার্য-মস্ত মগন(টু স্টেটস)

সেরা প্লেব্যাক(পুরুষ)-

অঙ্কিত তিওয়ারি-গলিয়াঁ(এক ভিলেন)
অরিজিত্‍ সিং-মুস্কুরানে(সিটিলাইটস)
মিকা সিং-জুম্মে কি রাত(কিক)
সুখবিন্দর সিং-বিসমিল(হায়দর)

সেরা প্লেব্যাক(মহিলা)-

কণিকা কপূর-বেবি ডল(রাগিনি এমএমএস টু)
সুলতানা ও জ্যোতি নুরান-পটাকা গুড্ডি(হাইওয়ে)
শ্রেয়া ঘোষাল-সমঝাওয়াঁ(হাম্পটি শর্মা কি দুলহনিয়া)

 

.