পদত্যাগের প্রশ্নই নেই, অশোক গাঙ্গুলির পাশে সুপ্রিমকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, গাঙ্গুলির সিদ্ধান্তকে সমর্থন সোমনাথেরও

যৌন হেনস্থা কাণ্ডে অভিযুক্ত অশোক গাঙ্গুলির পাশেই দাঁড়ালেন সুপ্রিমকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি আলতামাস কবীর। তাঁর মতে পদত্যাগ না করার সম্পূর্ণ অধিকার রয়েছে অশোক গাঙ্গুলির। পাশে দাঁড়িয়েছেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়। যে প্রক্রিয়ায় প্রাক্তন বিচারপতিকে দোষী সাব্যস্ত করা হচ্ছে তা আইন বিরুদ্ধ বলে দাবি করেছেন তিনি।

Updated By: Jan 4, 2014, 10:36 AM IST

যৌন হেনস্থা কাণ্ডে অভিযুক্ত অশোক গাঙ্গুলির পাশেই দাঁড়ালেন সুপ্রিমকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি আলতামাস কবীর। তাঁর মতে পদত্যাগ না করার সম্পূর্ণ অধিকার রয়েছে অশোক গাঙ্গুলির। পাশে দাঁড়িয়েছেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়। যে প্রক্রিয়ায় প্রাক্তন বিচারপতিকে দোষী সাব্যস্ত করা হচ্ছে তা আইন বিরুদ্ধ বলে দাবি করেছেন তিনি।

অশোক গাঙ্গুলিকে রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদ থেকে সরাতে আইনি প্রক্রিয়ায় সিলমোহর দিয়েছে কেন্দ্র। প্রেসিডেন্সিয়াল রেফারেন্সে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রের এই সিদ্ধান্তের পরও কিন্তু নিজের অবস্থানে অনড় থেকেছেন অশোক গাঙ্গুলি। জানিয়েছেন পদত্যাগের ব্যাপারে এখনও তিনি কোনও সিদ্ধান্ত নেননি। যৌনহেনস্থা বিতর্কে বিচারপতি অশোক গাঙ্গুলির পাশেই দাঁড়িয়েছেন সুপ্রিমকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি আলতামাস কবীর। শুক্রবার কলকাতায় এক অনুষ্ঠানে তিনি বলেন, পদত্যাগ না করার অধিকার আছে অশোক গাঙ্গুলির।

প্রাক্তন বিচারপতির পদত্যাগ না করার সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়। তাঁর মতে আইনত দোষী প্রমাণিত হওয়ার আগে কাউকে দোষী সাব্যস্ত করা অনুচিত।

কেন্দ্রের এই প্রস্তাব এবার যাবে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি সম্মতি দিলে তৈরি হবে তিন সদস্যের তদন্ত কমিটি। এই কমিটি অশোক গাঙ্গুলির বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ খতিয়ে দেখবে। তদন্তে দোষী প্রমাণিত হলে অশোক গাঙ্গুলিকে রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা যাবে।

.