হিট অ্যান্ড রান মামলা: ঘটনার সময় ড্রাইভিং লাইসেন্সই ছিল না সলমনের

দিন দিন জটিল হচ্ছে সলমন খানের হিট অ্যান্ড রান মামলা। সম্প্রতি স্থানীয় পরিবহণ অফিসের এক রিপোর্টে জানা গিয়েছে ঘটনার দিন রাতে সলমনের কাছে ড্রাইভিং লাইসেন্স ছিল না।

Updated By: Feb 16, 2015, 08:26 PM IST
হিট অ্যান্ড রান মামলা: ঘটনার সময় ড্রাইভিং লাইসেন্সই ছিল না সলমনের

ওয়েব ডেস্ক: দিন দিন জটিল হচ্ছে সলমন খানের হিট অ্যান্ড রান মামলা। সম্প্রতি স্থানীয় পরিবহণ অফিসের এক রিপোর্টে জানা গিয়েছে ঘটনার দিন রাতে সলমনের কাছে ড্রাইভিং লাইসেন্স ছিল না।

ঘটনার সময় সলমন খানের বৈধ লাইসেন্স ছিল কিনা তা জানতে স্থানীয় পরিবহণ দফতরের এক আধিকারিককে দায়েরা আদালতে তলব করা হয়। তিনিই বিচারক ডি ডব্লুই দেশপান্ডেকে জানান সলমন খান বৈধ ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন ২০০৪ সালে। হিট অ্যান্ড রানের ঘটনা ঘটেছিল তার দু'বছর আগে।

২০০২ সালের ২৮ সেপ্টেম্বর রাতে বান্দ্রার শহরতলির এক ফুটপাথে সজোরে ধাক্কা মারে সলমনের এসইউভই গাড়ি। ফুটপাথে ঘুমন্ত এর ব্যক্তির মৃত্যু হয়, আহত হন আরও ৪ জন।

 

 

.