বাপি থেকে কল্যাণ, বাদ নেই মান্নানও, নাচে, গানে, বাদ্যিতে জমজমাট হুগলির ভোট প্রচার

নাচে, গানে, বাদ্যিতে জমজমাট হুগলির ভোট প্রচার। ভোটারদের দাবি মেনে গান গাইছেন বাপি লাহিড়ি। পাল্টা প্যারডিতে বিজেপি প্রার্থীকে কোণঠাসা করার চেষ্টায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অনভ্যস্ত হাতে বাজনার দলে সঙ্গত করতে নেমে পড়ছেন আবদুল মান্নান। শ্রীরামপুর কেন্দ্রে তিন হেভিওয়েটের ভোটের লড়াই এখন তুঙ্গে।শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বাপি লাহিড়ী। যতই রাজনীতির আসের নামুন, তাঁর কাছ থেকে গানই শুনতে চায় জনতা। সেকারণে প্রচারে গিয়েও গান শোনানোর আর্জি ফেলতে পারছেন না। ভোটারদের মন রাখতে কখনও দু কলি, কখনও আবার পুরো গানটাই গাইছেন বাপ্পিদা।

Updated By: Apr 19, 2014, 10:45 PM IST

নাচে, গানে, বাদ্যিতে জমজমাট হুগলির ভোট প্রচার। ভোটারদের দাবি মেনে গান গাইছেন বাপি লাহিড়ি। পাল্টা প্যারডিতে বিজেপি প্রার্থীকে কোণঠাসা করার চেষ্টায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অনভ্যস্ত হাতে বাজনার দলে সঙ্গত করতে নেমে পড়ছেন আবদুল মান্নান। শ্রীরামপুর কেন্দ্রে তিন হেভিওয়েটের ভোটের লড়াই এখন তুঙ্গে।শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বাপি লাহিড়ী। যতই রাজনীতির আসের নামুন, তাঁর কাছ থেকে গানই শুনতে চায় জনতা। সেকারণে প্রচারে গিয়েও গান শোনানোর আর্জি ফেলতে পারছেন না। ভোটারদের মন রাখতে কখনও দু কলি, কখনও আবার পুরো গানটাই গাইছেন বাপ্পিদা।

তবে শুধু গান নয়। এর সঙ্গে রয়েছে বিশেষ অফারও। কি সেই অফার ? ভোটে জিতিয়ে দিলে শ্রীরামপুরে ফ্রিতে শো, দরাজ আশ্বাস বাপি লাহিড়ির।

প্রতিদ্বন্দ্বী একজন শিল্পী। তাই প্যারডি বেঁধে বাপি লাহিড়ির বিরুদ্ধে প্রচারে নেমেছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

গানের পাশাপাশি নানা ভঙ্গিমায় মাতিয়ে দিচ্ছেন প্রচার।

প্রচারে চমক দিতে পিছিয়ে নেই কংগ্রেসও। হুড খোলা জিপে চলছে আবদুল মান্নানের রোড শো। সঙ্গে বয়েছে বাজনা-বাদ্যি। মাঝে মাঝেই নিজেই সেই দলে যোগ দিচ্ছেন প্রার্থী।

সব মিলিয়ে বর্ণময় হয়ে উঠেছে শ্রীরামপুর কেন্দ্রের ভোটপ্রচার।

.