কে আগে বাসে উঠবে সেই হুড়োহুড়ি থেকে হাতহাতি হাওড়ায়

রাজ্য জুড়ে বাস ধর্মঘটের জেরে নাকাল নিত্যযাত্রীরা। তারমধ্যেই হাওড়ায় বাসে ওঠা নিয়ে যাত্রীদের মধ্যে বচসা বাধে। বচসার জেরে যাত্রীদের মধ্যে হাতাহাতি বেধে যায়। আহত হন এক বাসযাত্রী। পরে পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Updated By: Jan 6, 2014, 11:33 AM IST

--------------------------------------

রাজ্য জুড়ে বাস ধর্মঘটের জেরে নাকাল নিত্যযাত্রীরা। তারমধ্যেই হাওড়ায় বাসে ওঠা নিয়ে যাত্রীদের মধ্যে বচসা বাধে। বচসার জেরে যাত্রীদের মধ্যে হাতাহাতি বেধে যায়। আহত হন এক বাসযাত্রী। পরে পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, কলকাতার প্রায় সব ছোট বড় বাস স্টপেজে সামনে ভিড়, লম্বা লাইন। বেসরকারি বাসের দেখা নেই কোথাও। সরকারি বাস চলছে খুব কম। তাতেও উপচে পড়েছে ভিড়। বাদ্য হয়েই অনেক বেশি টাকা খরচ করে ট্যাক্সি ও অটোয় চড়ছেন যাত্রীরা। সুযোগ পেয়ে অতিরিক্ত ভাড়া দাবি করছে যাত্রীদের কাছ থেকে। উপায়ান্তর না দেখে ট্যাঁকের বাড়তি টাকা খরচ করে গন্তব্যস্থলে পৌঁছতে হচ্ছে নিত্যাযাত্রীদের।

.