ভোটের আগে হাওড়া স্টেশন থেকে অস্ত্র উদ্ধার

ভোটের আগে ফের অস্ত্র উদ্ধার। হাওড়া স্টেশনে মালদহগামী ইন্টারসিটি এক্সপ্রেসের এক যাত্রীর থেকে উদ্ধার হল পনেরোটি পিস্তল এবং তিরিশটি ম্যাগাজিন। জোহর আহমেদ নামে মালদহের ওই বাসিন্দাকে গ্রেফতার করেছে সিআইডি স্পেশাল অপারেশন গ্রুপ। প্রতিটি পিস্তলের আনুমানিক মূল্য পঁচিশ হাজার টাকা।

Updated By: Apr 6, 2014, 10:12 PM IST

ভোটের আগে ফের অস্ত্র উদ্ধার। হাওড়া স্টেশনে মালদহগামী ইন্টারসিটি এক্সপ্রেসের এক যাত্রীর থেকে উদ্ধার হল পনেরোটি পিস্তল এবং তিরিশটি ম্যাগাজিন। জোহর আহমেদ নামে মালদহের ওই বাসিন্দাকে গ্রেফতার করেছে সিআইডি স্পেশাল অপারেশন গ্রুপ। প্রতিটি পিস্তলের আনুমানিক মূল্য পঁচিশ হাজার টাকা।

অস্ত্রগুলি বিহার থেকে এসেছিল নাকি কলকাতার আশপাশের কোনও এলাকায় তৈরি হয়েছিল তা তদন্ত করে দেখছে পুলিস। বর্ধমানে দুই নম্বর জাতীয় সড়কে পালসিট টোল প্লাজার কাছে একটি গাড়ি থেকেও অস্ত্র উদ্ধার হয়েছে। কলকাতামুখী ওই গাড়ি থেকে একটি নাইন এমএম পিস্তল, দুটি পাইপগান, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে মেমারি থানার পুলিস। গাড়ির পাঁচ যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।

.