মুজাহিদিনের লিঙ্ক ম্যান আনোয়ার, ২০০৯-এ বিস্ফোরক আনে কোলকাতায়

কলকাতায় ধৃত ইন্ডিয়ান মুজাহিদিনের লিঙ্ক ম্যান আনোয়ার হুসেন মল্লিককে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেল এসটিএফ। জানা গেছে, ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আনোয়ারের। ১৯৯৬ সালে ইন্ডিয়ান মুজাহিদিনের তৃতীয় কমান্ডার ইয়াসিন ভাটকলের সঙ্গে আলাপ হয় আনোয়ারের। এরপর বাংলাদেশের ঢাকায় গিয়ে একাধিক বার ইয়াসিনের সঙ্গে বৈঠক করে সে। অসম সীমান্তে জঙ্গিদের হয়ে মূলত বিস্ফোরক বাহকের কাজ করত আনোয়ার।

Updated By: Jul 8, 2013, 10:01 PM IST

কলকাতায় ধৃত ইন্ডিয়ান মুজাহিদিনের লিঙ্ক ম্যান আনোয়ার হুসেন মল্লিককে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেল এসটিএফ। জানা গেছে, ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আনোয়ারের। ১৯৯৬ সালে ইন্ডিয়ান মুজাহিদিনের তৃতীয় কমান্ডার ইয়াসিন ভাটকলের সঙ্গে আলাপ হয় আনোয়ারের। এরপর বাংলাদেশের ঢাকায় গিয়ে একাধিক বার ইয়াসিনের সঙ্গে বৈঠক করে সে। অসম সীমান্তে জঙ্গিদের হয়ে মূলত বিস্ফোরক বাহকের কাজ করত আনোয়ার।
এছাড়াও পাকিস্তান ও ভারতের জঙ্গিদের মধ্যে যোগসাজসের ক্ষেত্রেও আনোয়ারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে জানতে পেরেছে পুলিস। ২০০৯ সালে কলকাতায় ইয়াসিনের হাতে ৭ থেকে ৮ কেজি বিস্ফোরক তুলে দেয় আনোয়ার। জেরায় জানা গেছে, সেই সময় কামাল ওরফে বিলাল নামে আরও এক ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি সঙ্গে ছিল ইয়াসিনের। সেই বিলাল এখন বেঙ্গালুরুর জেলে বন্দি। গোয়েন্দাদের মতে বিলালকে আনোয়ারের মুখোমুখি বসিয়ে জেরা করা হলে উঠে আসতে পারে ইন্ডিয়ান মুজাহিদিন সম্পর্কে আরও নানা তথ্য। তাই আগামীকালই বিলালকে নিজেদের হেফাজতে পেতে বেঙ্গালুরু যাচ্ছে এসটিএফের একটি দল। এদিকে আনোয়ারকে জেরা করতে কলকাতায় আসছে এনআইএ ও অন্ধ্রপ্রদেশ পুলিসের একটি দলও। হায়দরাবাদ বিস্ফোরণের সঙ্গেও আনোয়ারের কোনও যোগসাজস আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে তাও।

.