ভারতের উপর থেকে নির্বাসন তুলে নিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, সোচিতে অবশেষে উড়বে তেরঙ্গা জাতীয় পতাকা

সোচি অলিম্পিকে অবশেষে জাতীয় পতাকার আশ্রয় ফিরে পেলেন ভারতীয় ক্রীড়াবিদরা। ১৪ মাস আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) অবশেষে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপর থেকে নির্বাসন তুলে নিল। ফল স্বরূপ অলিম্পিকের জগতে প্রত্যাবর্তন ঘটল ভারত ও ভারতীয় পতাকার। আইওসি-এর নির্দেশ মত আইওএ নির্বাচন করায় ভারতের উপর থেকে প্রতিশ্রুতিমত নির্বাসন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল আইওএ।

Updated By: Feb 11, 2014, 12:38 PM IST

সোচি অলিম্পিকে অবশেষে জাতীয় পতাকার আশ্রয় ফিরে পেলেন ভারতীয় ক্রীড়াবিদরা। ১৪ মাস আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) অবশেষে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপর থেকে নির্বাসন তুলে নিল। ফল স্বরূপ অলিম্পিকের জগতে প্রত্যাবর্তন ঘটল ভারত ও ভারতীয় পতাকার। আইওসি-এর নির্দেশ মত আইওএ নির্বাচন করায় ভারতের উপর থেকে প্রতিশ্রুতিমত নির্বাসন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল আইওএ।

গত ১৪মাস ধরে এই নির্বাসনের ফলে কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতীয় অ্যাথলিটদের জন্য ছিল না তেরঙ্গার ছত্রছায়া। ভারতীয় ক্রীড়া মন্ত্রক ও আইওসি-এর লাগাতার চাপে অবশেষে গত রবিবার দুর্নীতির অভিযোগে চার্জশিট নামে থাকা আধিকারিকদের বাদ দিয়েই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে। এই নির্বাচনে বিরুদ্ধশূন্য অবস্থায় আইওএ-এর প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন বিসিসিআই প্রধান এন শ্রীনিবাসন অনুজ এন রামাচন্দ্রন।

নির্বাচিত হওয়ার পর রামাচন্দ্রন জানিয়েছিলেন তাঁর মূল লক্ষ্য সোচিতে চলা শীতকালীন অলিম্পিকে ভারতীয় পতাকা ফিরিয়ে আনা।

.