শুধু ম্যাজিক ফিগার নয়, গ্ল্যামারেও সংসদ মাত বিজেপির

সংসদে ম্যাজিক ফিগারের সঙ্গে গ্ল্যামারেও জমিয়ে রেখেছে বিজেপি। বলিউডের তারকা সমাগমে সংসদ এখন জমজমাট। বিনোদ খন্না, শত্রুঘ্ন সিনহা, পরেশ রাওয়াল, হেমা মালিনী, কিরণ খের ব্রিগেডে সংসদ এখন চাঁদের হাট। সঙ্গে রয়েছেন মনোজ তিওয়ারি, স্মৃতি ইরানি,বাবুল সুপ্রিয়। তৃণমূলের দেব, মুনমুন সেন, সন্ধ্যা রায় সংসদের গ্ল্যামার বাড়িয়েছেন আরও কিছুটা।

Updated By: May 29, 2014, 07:58 PM IST

সংসদে ম্যাজিক ফিগারের সঙ্গে গ্ল্যামারেও জমিয়ে রেখেছে বিজেপি। বলিউডের তারকা সমাগমে সংসদ এখন জমজমাট। বিনোদ খন্না, শত্রুঘ্ন সিনহা, পরেশ রাওয়াল, হেমা মালিনী, কিরণ খের ব্রিগেডে সংসদ এখন চাঁদের হাট। সঙ্গে রয়েছেন মনোজ তিওয়ারি, স্মৃতি ইরানি,বাবুল সুপ্রিয়। তৃণমূলের দেব, মুনমুন সেন, সন্ধ্যা রায় সংসদের গ্ল্যামার বাড়িয়েছেন আরও কিছুটা।

তবে সকলের থেকে বড় চমক বোধহয় স্মৃতি ইরানি। তথাকথিত বলিউড ব্রিগেডের সদস্য নন। টিভি সিরিয়ালের রেকর্ডধারী, জনপ্রিয় অভিনেত্রী। একসময় মিস ইন্ডিয়া হওয়ার স্বপ্ন দেখা স্মৃতি ছিলেন আমেঠিতে রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপির তাস। ভোটে হারলেও মোদী বিশ্বস্ত স্মৃতি এখন দেশের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী। মাত্র ৩৮ বছর বয়সে মোদী ক্যাবিনেটের কনিষ্ঠতম সদস্য।

মথুরা থেকে সাড়ে ৩ লক্ষ ভোটে জিতে সাংসদ হয়েছেন ড্রিমগার্ল হেমা মালিনী। যাঁর রূপে এতটাই মুগ্ধ গোটা দুনিয়া যে স্বয়ং নওয়াজ শরিফও সময় বের আলাদা করে দেখা করে গিয়েছেন হেমার সঙ্গে। রয়েছেন ড্রামা কুইন শক্তিশালী অভিনেত্রী কিরণ খের। চণ্ডীগড় থেকে বিজেপির টিকিটে জিতেছেন তিনি। তাঁর সাদার ওপর সোনালি কাজের সিল্কে মুগ্ধ করেছেন শপথগ্রহণ অনুষ্ঠানেই। ভোটের আগে থেকেই বিজেপির সবথেকে ধনী প্রার্থী হিসেবে নজরে এসেছিলেন পরেশ রাওয়াল। আমেদাবাদ থেকে জিতে তিনি এখন সাংসদ। নিজের চেনা আসন পাটনা সাহিব থেকে এবারও জিতে সংসদের পরিচিত মুখ শত্রুঘ্ন সিনহা। একইভাবে নিজের সাম্রাজ্য গুরুদাসপুর থেকে এবারও জিতে সাংসদ বিনোদ খন্না।

এতো গেল বলিউড গ্ল্যামার। এর সঙ্গেই যোগ হয়েছে ভোজপুরি অভিনেতা মনোজ তিওয়ারির জনপ্রিয়তা ও গায়ক বাবুল সুপ্রিয়র ক্যারিশমা। একজন প্রার্থী ছিলেন দিল্লি উত্তর-পূর্ব, অপরজন আসানসোন লোকসভা কেন্দ্রের। দুজনেই সংসদের তরুণ ব্রিগেডের আশার মুখ। তবে তরুণ ব্রিগেডের অন্যতম তরতাজা মুখ দেব। বিজেপির না হলেও গ্ল্যামার, জনপ্রিয়তা, ক্যারিশমায় শুরু থেকেই নজরে দেব। তৃণমূলের টিকিটে ঘাটাল কেন্দ্র থেকে জিতে দেব এখন তরুণ সাংসদ। বাঁকুড়ার ৯ বারের সাংসদ বাসুদেব আচারিয়াকে হারিয়ে তৃণমূলের টিকিটে জিতে সাংসদ হয়েছেন মুনমুন সেন। রয়েছেন মেদিনীপুর থেকে তৃণমূলের টিকিটে জেতা সন্ধ্যা রায়ও।

.