শ্রীলঙ্কা ইস্যু: রাষ্ট্রসংঘে সংশোধনী আনতে পারল না ভারত

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে শ্রীলঙ্কার বিরুদ্ধে আনা মার্কিন প্রস্তাবটি রাষ্ট্রসঙ্ঘে পাশ হয়ে গেল। কিন্তু, তাতে কোনও সংশোধনী আনতে পারল না ভারত। আজ সুই‍জারল্যান্ডের জেনিভায় রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলে প্রস্তাবটি নিয়ে আলোচনা হয়। বেশিরভাগ সদস্য রাষ্ট্রই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। আলোচনায় অংশ নিয়ে ভারতীয় দূত বলেন, শ্রীলঙ্কায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত হওয়া উচিত। প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কার ঘটনাবলী থেকে দিল্লি মুখ ফিরিয়ে থাকতে পারে না বলে জানান তিনি। 

Updated By: Mar 21, 2013, 05:07 PM IST

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে শ্রীলঙ্কার বিরুদ্ধে আনা মার্কিন প্রস্তাবটি রাষ্ট্রসঙ্ঘে পাশ হয়ে গেল। কিন্তু, তাতে কোনও সংশোধনী আনতে পারল না ভারত। আজ সুই‍জারল্যান্ডের জেনিভায় রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলে প্রস্তাবটি নিয়ে আলোচনা হয়। বেশিরভাগ সদস্য রাষ্ট্রই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। আলোচনায় অংশ নিয়ে ভারতীয় দূত বলেন, শ্রীলঙ্কায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত হওয়া উচিত। প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কার ঘটনাবলী থেকে দিল্লি মুখ ফিরিয়ে থাকতে পারে না বলে জানান তিনি। 
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠায় শ্রীলঙ্কা সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে বলে দাবি করে আমেরিকা। যদিও, প্রস্তাবটির তীব্র বিরোধিতা করেন শ্রীলঙ্কার প্রতিনিধি। মার্কিন প্রস্তাবটিকে চূড়ান্ত নেতিবাচক ও পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেন তিনি।  

.