বাংলাদেশের অশান্তির প্রভাব পড়ল দু`দেশের বাণিজ্যে

বাংলাদেশের  হিংসায় বিপর্যস্ত ভারত বাংলাদেশ বাণিজ্য। নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে মালদার মহদীপুর বাণিজ্য সীমান্ত। বাংলাদেশ সীমান্তে হাই এলার্ট জারি করেছে বিএসএফ। সীমান্তে চলছে কঠোর নজরদারি।

Updated By: Mar 1, 2013, 11:19 PM IST

বাংলাদেশের  হিংসায় বিপর্যস্ত ভারত বাংলাদেশ বাণিজ্য। নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে মালদার মহদীপুর বাণিজ্য সীমান্ত। বাংলাদেশ সীমান্তে হাই এলার্ট জারি করেছে বিএসএফ। সীমান্তে চলছে কঠোর নজরদারি।
কিছু দিন আগেই বাংলাদেশে গিয়ে আটকে পড়ে প্রায় ২৫০ লরি। বিএসএফের উদ্যোগে তাদের দেশে ফেরানো হয়। তার পরেই, মূলত লরির চালক, খালাসীদের নিরাপত্তার খাতিরে বন্ধ করে দেওয়া হল মহদীপুর বাণিজ্য পথ। বাংলাদেশে জামাত বাহিনীর হিংসায় আতঙ্কিত বহু মানুষ সীমান্ত পেরিয়ে ভারতে চলে আসছেন। উত্তর দিনাজপুরেও সীমান্তে চরম সতর্কতা জারি করেছে সীমান্ত রক্ষী বাহিনী।
পেট্রোপোল সীমান্তেও  সতর্কতা জারি করা হয়েছে। সীমান্তের  ওপারের অস্থিরতার প্রভাব যাতে কোনও ভাবেই এপারে না পড়ে তার ব্যবস্থা নিচ্ছে বিএসএফ। সীমান্তে সুরক্ষা বাড়ানো হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী।

.