নার্সিংহোমের বিরুদ্ধে কিডনি চুরির অভিযোগ

মৃত্যুর পর আট দিন কেটে গেলেও দেওয়া হল না মৃতার ডেথ সার্টিফিকেট। এমনকী মৃতদেহও দেওয়া হল না পরিবারকে। সোনারপুরের একটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে এই অভিযোগ মৃতা অপর্না সর্দারের পরিবারের। এমনকী মৃত্যুর কোনও কারণও নার্সিংহোমের তরফে জানানো হয়নি বলে অভিযোগ মৃতের পরিবারের। অপর্না দেবীর কিডনি চুরি করা হয়েছে বলে অভিযোগ তাঁর পরিবারের। স্ত্রীর মৃত্যুর কারণ এখনও জানেন না মন্টু সর্দার। পেশায় দিনমজুর মন্টু বাবু গত ৯ অক্টোবর স্ত্রী অপর্না সর্দারকে সোনারপুরের একটি নার্সিংহোমে ভর্তি করেন। প্রায় দেড় মাস সেখানে চিকিত্‍সাধীন থাকা সত্বেও অপর্ণাদেবীর ঠিক কী হয়েছে তা নার্সিংহোমের তরফে জানানো হয়নি বলে অভিযোগ। এমনকী গত ৩০ নভেম্বর অপর্ণা সর্দারের মৃত্যুর পর তাঁর দেহ  বা ডেথ সার্টিফিকেটের কোনওটাই এখনও পর্যন্ত তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি বলে অভিযোগ  তাঁর স্বামী মন্টু সর্দারের।  

Updated By: Dec 10, 2012, 12:16 PM IST

মৃত্যুর পর আট দিন কেটে গেলেও দেওয়া হল না মৃতার ডেথ সার্টিফিকেট। এমনকী মৃতদেহও দেওয়া হল না পরিবারকে। সোনারপুরের একটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে এই অভিযোগ মৃতা অপর্না সর্দারের পরিবারের। এমনকী মৃত্যুর কোনও কারণও নার্সিংহোমের তরফে জানানো হয়নি বলে অভিযোগ মৃতের পরিবারের। অপর্না দেবীর কিডনি চুরি করা হয়েছে বলে অভিযোগ তাঁর পরিবারের। স্ত্রীর মৃত্যুর কারণ এখনও জানেন না মন্টু সর্দার। পেশায় দিনমজুর মন্টু বাবু গত ৯ অক্টোবর স্ত্রী অপর্না সর্দারকে সোনারপুরের একটি নার্সিংহোমে ভর্তি করেন। প্রায় দেড় মাস সেখানে চিকিত্‍সাধীন থাকা সত্বেও অপর্ণাদেবীর ঠিক কী হয়েছে তা নার্সিংহোমের তরফে জানানো হয়নি বলে অভিযোগ। এমনকী গত ৩০ নভেম্বর অপর্ণা সর্দারের মৃত্যুর পর তাঁর দেহ  বা ডেথ সার্টিফিকেটের কোনওটাই এখনও পর্যন্ত তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি বলে অভিযোগ  তাঁর স্বামী মন্টু সর্দারের।
 
না জানিয়ে তড়িঘড়ি কী কারণে অপর্ণা সর্দারের অপারেশন করা হল তারও কোনও সদুত্তর দিতে পারেনি নার্সিংহোম কর্তৃপক্ষ। আর সেই কারণেই অপর্ণাদেবীর কিডনি চুরি করা হয়েছে বলে অভিযোগ তাঁর পরিবারের। গোটা ঘটনাটি প্রকাশ্যে আসার পর সরব হয়েছে মানবাধিকার সংগঠনগুলি। মৃতদেহের ফরেন্সিক রিপোর্ট তলব করেছে মানবাধিকার কমিশন। একইসঙ্গে মন্টু সর্দারের পাশে দাঁড়ানো মানবাধিকার কর্মীদের দাবি অবিলম্বে বন্ধ করা হোক অভিযুক্ত নার্সিংহোমটি।

.