এএফসি কাপে ভারতের বিজয় রথ অবিচল

এএফসি চ্যালেঞ্জ কাপে জয়ের ধারা অব্যাহত রাখল ভারত। চাইনিজ তাইপের পর গুয়ামকে ৪-০ গোলে হারিয়ে পরের রাউন্ডে যাওয়ার রাস্তা আরও পরিস্কার করল কোভারম্যান্সের দল।প্রথমার্ধে দুর্বল গুয়ামের বিরুদ্ধে জমাট বাঁধছিল না মিরান্ডা-নবি-মেহতাবদের মাঝমাঠ। দ্বিতীয়ার্ধেই বদলে গেল ছবিটা। ম্যাচের ছবি বদলালেন অধিনায়ক সুনীল ছেত্রী। সুনীলের গোলে এগিয়ে যাওয়ার পর ভারতের জয়কে শক্ত ভিতের উপর দাঁড় করান ক্লিফোর্ড মিরান্ডা।

Updated By: Mar 4, 2013, 06:24 PM IST

এএফসি চ্যালেঞ্জ কাপে জয়ের ধারা অব্যাহত রাখল ভারত। চাইনিজ তাইপের পর গুয়ামকে ৪-০ গোলে হারিয়ে পরের রাউন্ডে যাওয়ার রাস্তা আরও পরিস্কার করল কোভারম্যান্সের দল।প্রথমার্ধে দুর্বল গুয়ামের বিরুদ্ধে জমাট বাঁধছিল না মিরান্ডা-নবি-মেহতাবদের মাঝমাঠ। দ্বিতীয়ার্ধেই বদলে গেল ছবিটা। ম্যাচের ছবি বদলালেন অধিনায়ক সুনীল ছেত্রী। সুনীলের গোলে এগিয়ে যাওয়ার পর ভারতের জয়কে শক্ত ভিতের উপর দাঁড় করান ক্লিফোর্ড মিরান্ডা।
দুই -শূন্য গোলে পিছিয়ে থাকার পর গুয়ামের লড়াইয়ে ফেরার চেষ্টা ভেস্তে যায় জুয়েল রাজার গোলে। আশি মিনিটে এএফসি চ্যালেঞ্জ কাপে দ্বিতীয় গোল করেন জুয়েল। ম্যাচের অতিরিক্ত সময়ে গুয়ামের কফিনে শেষ পেরেক পোঁতেন অধিনায়ক সুনীল ছেত্রী।মায়ানমার ম্যাচ বাকি থাকতেই পরের রাউন্ডে যাওয়া অনেকটাই নিশ্চিত কোভারম্যান্সের ভারতের।

.